ইপি নক্ষত্র অ্যাওয়ার্ড ও উদ্যোক্তা সম্মেলন ২০২৩ অনুষ্ঠিত

অনুষ্ঠানে অতিথিদের সঙ্গে পুরস্কারপ্রাপ্তরা
ছবি: সংগৃহীত

উদ্যোক্তাবান্ধব এন্ট্রাপ্রেনিউর অ্যান্ড ই-কমার্স প্ল্যাটফর্মের (ইপি) আয়োজনে ইপি নক্ষত্র অ্যাওয়ার্ড ও উদ্যোক্তা সম্মেলন ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি রাজধানীর কাকরাইলে অবস্থিত আইডিইবি সেন্টারে দিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হয়ে।

পুরস্কার নিচ্ছেন ফারজানা আইরিন জয়া
ছবি: সংগৃহীত

সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ হাইটেক পার্কের সাবেক ব্যবস্থাপনা পরিচালক বিকর্ণ কুমার ঘোষ, বিশেষ অতিথি ছিলেন পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব রেজাউল করিম, স্থপতি কাজী নুরুল করিম, ই-ক্যাব পরিচালক ইলমুল হক সজীব এবং সাইদুর রহমান সাঈদ। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ইপির প্রতিষ্ঠাতা অ্যাডমিন রনি রহমানের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুরু হয়। ৩০টি ক্যাটাগরিতে ৯০ জনকে ইপি নক্ষত্র অ্যাওয়ার্ড দেওয়া হয়। এ সময় উপস্থিত থেকে উদ্যোক্তাদের অনুপ্রেরণা দেন অভিনেত্রী দীঘি, শিরিন শিলা, অভিনেতা সজল নূর, জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত সাঁতারু মাহফুজা রহমান তানিয়া, রন্ধনশিল্পী হাসিনা আনসারসহ আরও অনেকে।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আরজে নীরব, মডেল বারিশ হক, ইপির মডারেটর শারমীন অবনী ও সায়মা সুলতানা।

সম্মেলনে ৭০০ উদ্যোক্তা অংশ নেন। উদ্যোক্তাদের পরিচিতিপর্ব, উদ্যোক্তাদের পেজের লোগো পরিচিতিপর্ব, অ্যাওয়ার্ড প্রদান এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে শেষ হয় এবারের ইপি সম্মেলন।