‘সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র-জনতা’র ওপর হামলার নিন্দা হিউম্যান রাইটস ফোরাম বাংলাদেশের
‘সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র-জনতা’র ওপর হামলার নিন্দা জানিয়েছে হিউম্যান রাইটস ফোরাম বাংলাদেশ (এইচআরএফবি)। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে তারা।
আজ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি জানায় তারা। এতে বলা হয়, গতকাল বুধবার রাজধানীর মতিঝিলে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) ভবনের সামনে আদিবাসী শিক্ষার্থীদের নেতৃত্বে ‘সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র-জনতা’র শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচিতে ‘স্টুডেন্টস ফর সভারেন্টি’র ব্যানারে হামলা হয়। এতে অন্তত ১৯ জন আহত হয়েছেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ফোরাম মনে করে, এমন হামলা নাগরিকের মতপ্রকাশ ও শান্তিপূর্ণভাবে সভা-সমাবেশ করার অধিকারের চরম লঙ্ঘন। এ হামলার সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করার জোর দাবি জানাচ্ছে ফোরাম। একই সঙ্গে এ হামলা প্রতিহত করা এবং কর্মসূচি পালনকারীদের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে দায়িত্বে নিয়োজিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা খতিয়ে দেখে অবহেলা প্রমাণিত হলে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছে।