স্টেট ইউনিভার্সিটির ফার্মাসি বিভাগে আন্তর্জাতিক কনফারেন্স শুরু

এসইউবির ফার্মাসি বিভাগের উদ্যোগে আন্তর্জাতিক কনফারেন্স শুরু হয়
ছবি: সংগৃহীত

স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের (এসইউবি) ফার্মাসি বিভাগের উদ্যোগে ইন্টারন্যাশনাল কনফারেন্স অন ফার্মাসিউটিক্যালস সায়েন্সেস শুরু হয়েছে। কনফারেন্সে যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, ভারত, নেপালসহ বিশ্বের বিভিন্ন দেশের ৩০টির বেশি বিশ্ববিদ্যালয়ের গবেষক, শিক্ষাবিদ, শিক্ষার্থী ও ফার্মাসিউটিক্যাল কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশগ্রহণ করছেন।

কনফারেন্সে প্রধান অতিথি ছিলেন, এসইউবির বোর্ড অব ট্রাস্টিজের  সভাপতি এ এম  শামীম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কনফারেন্স আয়োজন কমিটির সভাপতি ও স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের ফার্মেসি বিভাগের উপদেষ্টা অধ্যাপক এম এ রশিদ।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। কনফারেন্সটি  পূর্বাচলে এসইউবির স্থায়ী ক্যাম্পাসে অনুষ্ঠিত হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এসইউবির (ভারপ্রাপ্ত) অধ্যাপক নওজিয়া ইয়াসমিন।বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (বিসিএসআইআর) চেয়ারম্যান অধ্যাপক মো. আফতাব আলী শেখ এবং কাঠমুন্ডু  বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের একাডেমিক উপদেষ্টা অধ্যাপক পান্না থাপা।

এছাড়া আরও উপস্থিত ছিলেন এসইউবির কোষাধ্যক্ষ (ভারপ্রাপ্ত) অধ্যাপক মো. হাসান কাওসার, ফার্মেসি বিভাগের প্রধান অধ্যাপক কোহিনূর বেগম, কনফারেন্সের সায়েন্টিফিক কমিটির চেয়ারম্যান এবং ফার্মেসি বিভাগের অধ্যাপক মো. মোকলেছুর রহমান সরকার, বিভাগের সিনিয়র শিক্ষক অধ্যাপক মো. সাইফুল ইসলাম পাঠান, সহযোগী বিভাগীয় প্রধান মো. কামরুল ইসলাম এবং ফার্মেসি বিভাগের শিক্ষকেরা। এ সময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন ও বিভাগের প্রধানেরা।