পবিত্র রমজান মাস উপলক্ষে প্রথম আলো ডটকমের সহযোগিতায় চলছে ‘ফ্রেশ মিল্ক অবাক খুশির রেসিপি’ অনুষ্ঠান। অনুষ্ঠানটির প্রথম সপ্তাহে প্রচারিত পর্বগুলোর কুইজের সঠিক উত্তর দিয়ে পুরস্কার জিতে নিলেন পাঁচজন ভাগ্যবান দর্শক।
আজ বুধবার রাজধানীর কারওয়ান বাজারের প্রথম আলো কার্যালয়ে আয়োজন করা হয় বিজয়ীদের মধ্যে পুরস্কার প্রদান অনুষ্ঠান। সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে দৈবচয়নের ভিত্তিতে তিনজন বিজয়ী পুরস্কার হিসেবে পান যথাক্রমে স্মার্টফোন, ইলেকট্রিক ওভেন ও ইনডাকশন চুলা। বাকি দুজন পান বিশেষ গিফট হ্যাম্পার।
বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন কথাসাহিত্যিক ও প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক আনিসুল হক এবং মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের এসবিইউ হেড (ডেইরি) গালীব বিন মোহাম্মদ। এ সময় উপস্থিত ছিলেন মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের বিক্রয় বিভাগের মহাব্যবস্থাপক মো. আখতারুল আলম শাহ, সহকারী মহাব্যবস্থাপক (ব্র্যান্ড) মো. মাহবুবুর রহমান, ব্যবস্থাপক (ব্র্যান্ড) ওয়ালিউল হক এবং প্রথম আলোর চিফ ডিজিটাল বিজনেস অফিসার জাবেদ সুলতান, ডিজিটাল মার্কেটিং লিড মেহবুব জাবেদ, সিনিয়র ম্যানেজার রুহুল আমিন প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রথম আলোর ডিজিটাল কনটেন্ট ম্যানেজার খায়রুল বাবুই।
বিজয়ীদের অভিনন্দন জানিয়ে আনিসুল হক বলেন, ‘মেঘনা গ্রুপ ও ফ্রেশ—দুটিই দেশের স্বনামধন্য ব্র্যান্ড। আমরা সব সময়ই বলি, যা কিছু ভালো, তার সঙ্গে প্রথম আলো। ফ্রেশ ভালো, পাঠকেরাও ভালো, আপনাদের সঙ্গে কাজ করতে পেরে আমরা আনন্দিত। আশা করি, এ ধরনের যৌথ উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’
মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের এসবিইউ হেড (ডেইরি) গালীব বিন মোহাম্মদ বলেন, ‘ফ্রেশ মিল্ক বাংলাদেশের অন্যতম সেরা একটি ব্র্যান্ড। আমরা আমাদের সম্পর্কে মানুষকে সব সময় জানাতে চাই। সেই ধারাবাহিকতায়ই ‘‘ফ্রেশ মিল্ক অবাক খুশির রেসিপি’’ অনুষ্ঠান। এ আয়োজনের মাধ্যমে রমজানসহ বিভিন্ন উৎসবে স্বাস্থ্যসম্মত দুগ্ধজাত রেসিপি সম্পর্কে সবাইকে জানাতে চেষ্টা করেছি। প্রথম আলোর সঙ্গে তৃতীয়বারের মতো আমরা এ আয়োজন করেছি। ভবিষ্যতেও এই ধারাবাহিকতা বজায় থাকবে বলে প্রত্যাশা করছি। সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ।’
মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের বিক্রয় বিভাগের মহাব্যবস্থাপক মো. আখতারুল আলম শাহ বলেন, ‘কুইজে অংশগ্রহণকারী এবং বিজয়ী সবাইকে অভিনন্দন। পাঠক-দর্শকদের স্বতঃস্ফূর্ত সাড়াই আমাদের ভবিষ্যতে যেকোনো আয়োজন হাতে নিতে উদ্বুদ্ধ করে। আপনাদের সরব অংশগ্রহণ অব্যাহত থাকবে এ কামনা থাকল।’
প্রথম আলোর চিফ ডিজিটাল বিজনেস অফিসার জাবেদ সুলতান বলেন, ‘প্রথম আলো ডটকম ঈদ সামনে রেখে অনেক ধরনের আয়োজন করেছে। সচরাচর যেটি হয়, অনুষ্ঠান টিভির জন্য নির্মিত হয়, যা পরে ডিজিটালে প্রচারিত হয়। কিন্তু আমাদের এ আয়োজনটি ব্যতিক্রম। এটি ডিজিটালের জন্য নির্মিত, যা পরে টিভিতে সম্প্রচারিত হয়। ধন্যবাদ মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজকে, আমাদের ওপর আস্থা রাখার জন্য।’
প্রথম পুরস্কার স্মার্টফোন জিতে উচ্ছ্বসিত ফরিদপুরের এস এম নাজমুল হাসান। প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘পুরস্কারটা আমার কাছে একেবারেই অপ্রত্যাশিত। আমি এ অনুষ্ঠানটি দেখার সময় ছোট বোনের পরামর্শেই কুইজে অংশগ্রহণ করি। বিজয়ী হওয়ার খবর প্রথমে বিশ্বাস করিনি। আমি খুবই আনন্দিত।’
দ্বিতীয় পুরস্কার ইলেকট্রিক ওভেন এবং তৃতীয় পুরস্কার ইনডাকশন চুলা জিতেছেন যথাক্রমে ঢাকার চৈতী সাহা ও ময়মনসিংহের রেজোয়ানুল আমিন। বিশেষ গিফট হ্যাম্পার বিজয়ী দুজন হলেন ময়মনসিংহের মেহেরুন নেসা ও ঢাকার সিরাজুল হক।
উল্লেখ্য, ‘ফ্রেশ মিল্ক অবাক খুশির রেসিপি’ অনুষ্ঠানটি রমজান মাসের প্রথম দিন থেকে প্রতিদিন বিকেল চারটা থেকে প্রচারিত হচ্ছে প্রথম আলো ডটকম, প্রথম আলো ও ফ্রেশ মিল্ক পাউডারের ফেসবুক পেজসহ দেশের প্রথম সারির আটটি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলে। অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন অভিনেত্রী ও মডেল মাসুমা রহমান নাবিলা। তাঁর সঙ্গে বিভিন্ন পর্বে অতিথি হিসেবে থাকছেন অভিনয়শিল্পী নুসরাত ইমরোজ তিশা, তাসনিয়া ফারিণ, তানজিন তিশা, সালহা খানম নাদিয়া, সংগীতশিল্পী প্রীতম হাসান এবং চিত্রনায়ক নিরব হোসেন।
প্রতিটি পর্বেই একটি করে রেসিপি দেখানো হয়, যেগুলোতে ব্যবহৃত হয় ফ্রেশ ইনস্ট্যান্ট ফুল ক্রিম মিল্ক পাউডার। অনুষ্ঠানটিতে ভিন্ন মাত্রা যোগ করার জন্য রাখা হয়েছে দর্শকের অংশগ্রহণ। প্রতিটি পর্বের শেষে রয়েছে একটি কুইজ। আয়োজনটির সহযোগী এজেন্সি হিসেবে রয়েছে অ্যানেক্স কমিউনিকেশন।