সন্ধ্যায় সারা দিনের খবর

শুভ সন্ধ্যা। আজ রোববার, সপ্তাহের প্রথম কর্মদিবস। সরকারের আমন্ত্রণে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধিদল এখন ঢাকা সফর করছে। তাদের এ সফর নিয়ে রাজনৈতিক বেশ তৎপরতা দেখা যাচ্ছে। আজ এ–সংক্রান্ত একাধিক খবর আছে। এর মধ্যে ‘দুই দলই ইইউর সমর্থন চায়’ শিরোনামের খবরটিতে পাঠকের আগ্রহ লক্ষ করা গেছে। জাপান থেকে আসা দুই শিশুর হেফাজত ও অভিভাবকত্ব চেয়ে বাবা ইমরান শরীফের মামলা খারিজ আদেশের বিরুদ্ধে করা আপিল খারিজ করেছেন আদালত। আজ এ খবরও অনেক পঠিত হয়েছে। এর পাশাপাশি আন্তর্জাতিক, অর্থনীতি, ক্রীড়া ও বাণিজ্য নিয়ে একাধিক প্রতিবেদন আছে। সন্ধ্যায় চোখ বুলিয়ে নিন প্রথম আলোয় প্রকাশিত আলোচিত পাঁচ খবরে।

দুই দলই ইইউর সমর্থন চায়

আওয়ামী লীগ ও বিএনপি

দেশের ভেতরে ও বাইরে একধরনের চাপের মুখে সরকার এবার ইইউসহ বিদেশি পর্যবেক্ষক এনে নির্বাচন করতে চায়। এটি সরকারের একটি কৌশল বলে রাজনৈতিক বিশ্লেষকদের অনেকে মনে করেন। একইভাবে তাঁরা মনে করেন, বিএনপিও কৌশলের অংশ হিসেবে ইইউ প্রতিনিধিদের এই সফরকে গুরুত্ব দিচ্ছে। বিস্তারিত পড়ুন...

বাবার আপিল খারিজ, জাপানি দুই শিশু থাকবে মায়ের কাছে

মা ও বাবার সঙ্গে জাপানি দুই শিশু
প্রথম আলো ফাইল ছবি

আদালতসংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, ইমরানের করা মামলাটি গত ২৯ জানুয়ারি খারিজ করে রায় দেন ঢাকার দ্বিতীয় অতিরিক্ত সহকারী জজ ও পারিবারিক আদালতের বিচারক দুরদানা রহমান। এ রায় চ্যালেঞ্জ করে ঢাকার জেলা জজ আদালতে আপিল করা হয়। বিস্তারিত পড়ুন...

আরটির প্রধান সম্পাদকসহ রাশিয়ার দুই নারী সাংবাদিককে হত্যাচেষ্টা

আরটির প্রধান সম্পাদক মার্গারিতা সিমোনইয়ান (বাঁয়ে) এবং সাংবাদিক ও উপস্থাপক সেনিয়া সোবচাক
ফাইল ছবি: রয়টার্স

রাশিয়ার বার্তা সংস্থা তাসের এক প্রতিবেদনে বলা হয়, আরটির প্রধান সম্পাদকের নাম মার্গারিতা সিমোনইয়ান। তিনি ইউক্রেনে রাশিয়ার অভিযানের সমর্থক। দেশটির এক পরিচিত মুখও তিনি। বিস্তারিত পড়ুন...

তাসকিনের তোপের পর বৃষ্টিতে বন্ধ খেলা

সিলেটে বৃষ্টি থেমেছে। সিলেট থেকে মোহাম্মদ জুবাইর জানিয়েছেন, কাভার সরানো হচ্ছে। বিস্তারিত পড়ুন...

যুক্তরাষ্ট্রে আসার পরদিনই শাকিবের সঙ্গে দেখা হয়েছে, কথা হয়েছে: অপু বিশ্বাস

অপু বিশ্বাস
ছবি: অপু বিশ্বাসের ফেসবুক পেজ থেকে

বেশ কিছুদিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছিল, শাকিব খান ও অপু বিশ্বাস আবার এক ছাদের নিচে ফিরছেন। এই ভিডিওগুলো অনেক ভক্তেরই প্রশ্ন, তাহলে বেশ কিছুদিন ধরে চলে আসা গুঞ্জনই এবার সত্যি হতে চলছে? বিস্তারিত পড়ুন...