‘অখণ্ড ভারত’ মানচিত্র বাংলাদেশের জন্য অবমাননাকর

ভারতের নতুন সংসদ ভবনে ‘অখণ্ড ভারতের’ এই মানচিত্র বসানো হয়েছে
ছবি: এএনআই

ভারতের নবনির্মিত পার্লামেন্ট ভবনে ‘অখণ্ড ভারত’ মানচিত্র স্থাপনের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে অবমাননা করা হয়েছে বলে মনে করছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী। রোববার এক বিবৃতিতে এ প্রতিক্রিয়া জানানো হয়েছে।

বিবৃতিতে উদীচীর সভাপতি বদিউর রহমান ও সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে বলেন, ‘ধর্মীয় দ্বিজাতিতত্ত্বের ভিত্তিতে প্রতিষ্ঠিত পাকিস্তানের বিরুদ্ধে সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত স্বাধীন সার্বভৌম রাষ্ট্র বাংলাদেশ আজ পৃথিবীর বুকে আপন ঔজ্জ্বল্যে দেদীপ্যমান। বিতর্কিত এই মানচিত্রে বাংলাদেশ ছাড়াও পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা, মিয়ানমার, আফগানিস্তানসহ প্রতিবেশী বেশ কয়েকটি দেশকে ভারতের মানচিত্রের অংশ হিসেবে দেখানো হয়েছে, যাতে এই উপমহাদেশের ইতিহাসের ধারাবাহিক অর্জনের প্রতি অবজ্ঞা প্রকাশ করা হয়েছে।’  

বিবৃতিতে এ মানচিত্র নিয়ে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ভারতের কাছে কোনো ব্যাখ্যা না চাওয়ায় গভীর বিস্ময় ও উদ্বেগ প্রকাশ করেছেন উদীচীর নেতারা। একইসঙ্গে অবিলম্বে ভারতের নবনির্মিত পার্লামেন্ট ভবনে স্থাপিত ‘অখণ্ড ভারত’ মানচিত্র অপসারণের দাবি জানিয়েছেন তাঁরা।