চার দিনের লিট ফেস্টে অংশ নেবেন ৫০০ শিল্পী–সাহিত্যিক

ঢাকা লিস্ট ফেস্ট নিয়ে সংবাদ সম্মেলনে আয়োজকেরা। জাতীয় প্রেসক্লাব, ঢাকা। ১ জানুয়ারি
ছবি: আশরাফুল আলম

আগামী বৃহস্পতিবার শুরু হবে ঢাকা লিটারারি ফেস্টিভ্যালের (লিট ফেস্ট) দশম আসর। চার দিনের এ আয়োজনে উপস্থিত হবেন পাঁচ মহাদেশের পাঁচ শতাধিক শিল্পী, সাহিত্যিক, চিন্তাবিদ ও বক্তা।

দেশি-বিদেশি সাহিত্য, সংস্কৃতি, ভাষা, চিকিৎসা, উদ্ভিদবিজ্ঞান থেকে শুরু করে শিশুদের বিনোদন নিয়ে এই শিল্পী-সাহিত্যিকেরা আলোচনা করবেন। আলোচনা হবে ১৭৫টির বেশি পর্বে। ৫ জানুয়ারি থেকে বাংলা একাডেমি প্রাঙ্গণে শুরু হতে যাওয়া এ সাহিত্য উৎসব চলবে ৮ জানুয়ারি পর্যন্ত।

লিট ফেস্ট উপলক্ষে আজ রোববার জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন আয়োজকেরা। সেখানে এসব তথ্য জানান তাঁরা।

জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম মিলনায়তনে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ঢাকা লিট ফেস্টের পরিচালক সাদফ সায, সহপরিচালক আহসান আকবার ও কে আনিস আহমেদ। টাইটেল স্পন্সর বাংলা ট্রিবিউন সম্পাদক জুলফিকার রাসেল, প্লাটিনাম স্পন্সর সিটি ব্যাংকের সিইও মাসরুর আরেফিন ও বাংলা একাডেমির পরিচালক আমিনুর রহমান সুলতানও এ সময় উপস্থিত ছিলেন।  

প্রথমবারের মতো এবার টিকিট কেটে লিট ফেস্টে ঢুকতে হবে পাঠক ও দর্শনার্থীদের। বিষয়টি নিয়ে প্রশ্ন করা হলে সাংবাদিকদের আয়োজকেরা জানান, বিশ্বের উন্নত দেশগুলোর যেকোনো সাহিত্য সম্মেলনেই এ ব্যবস্থা আছে।

এবারের লিট ফেস্টে আসছেন সাহিত্যে নোবেল বিজয়ী তানজানিয়া বংশোদ্ভূত লেখক আবদুলরাজাক গুরনাহ, সোমালীয় ঔপন্যাসিক নুরুদ্দিন ফারাহ, অমিতাভ ঘোষ, পঙ্কজ মিশ্র বা গীতাঞ্জলী শ্রীর মতো সাহিত্যিকেরা। থাকবেন বাংলাদেশের লেখকেরাও।

বাংলাকে বিশ্বমঞ্চে তুলে ধরার প্রত্যয়েই শুরু হতে যাচ্ছে এ উৎসব। এতে চলচ্চিত্র প্রদর্শনী, যাত্রাপালা ও দেশীয় সংস্কৃতির নানা মাধ্যমের উপস্থাপনও থাকছে। করোনাভাইরাস মহামারির জন্য গত তিন বছর লিট ফেস্ট অনুষ্ঠিত হয়নি।

প্রথমবারের মতো এবার টিকিট কেটে লিট ফেস্টে ঢুকতে হবে পাঠক ও দর্শনার্থীদের। বিষয়টি নিয়ে প্রশ্ন করা হলে সাংবাদিকদের আয়োজকেরা জানান, বিশ্বের উন্নত দেশগুলোর যেকোনো সাহিত্য সম্মেলনেই এ ব্যবস্থা আছে। দর্শক-পাঠককে অংশীদার করতে লিট ফেস্টে টিকিটের ব্যবস্থা করা হয়েছে।

সাদাফ সায আয়োজনের বিভিন্ন প্রসঙ্গ তুলে ধরে জানান, এবারের আয়োজনে কথা বলবেন ৫ মহাদেশের ৫০০ মানুষ।

কাজী আনিস জানান, লিট ফেস্ট হচ্ছে ফেস্টিভ্যাল অব আইডিয়া। এবার সাহিত্যের সঙ্গে আলোচনা হবে চলচ্চিত্র নির্মাতা, ওটিটি প্ল্যাটফর্মে কাজের সুযোগ নিয়েও।

আহসান আকবর বলেন, করোনা অতিমারির জন্য এবারের আয়োজনে গুরুত্ব দেওয়া হবে মানুষের চিকিৎসা ব্যবস্থাপনা, স্বাস্থ্যসেবার প্রসঙ্গটি। মহামারির কথা মাথায় রেখে আয়োজনে থাকছেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও টিকা-বিশেষজ্ঞ সারাহ গিলবার্ট।

এ আয়োজনের স্ট্র্যাটেজিক পার্টনার ব্রিটিশ কাউন্সিল। টাইটেল স্পন্সর বাংলা ট্রিবিউন ও ঢাকা ট্রিবিউন। বাংলা ট্রিবিউনের সম্পাদক জুলফিকার রাসেল জানান, আয়োজনের সঙ্গে থাকাটাও গর্বের।

এ দেশের সাহিত্যচর্চাকে আরও অর্থবহ করতে ভবিষ্যতে লিট ফেস্টে পাশে থাকার কথা বলেন প্লাটিনাম স্পন্সর ও সিটি ব্যাংকের সিইও মাসরুর আরেফিন। তিনি জানান, পরিবেশ সচেতনতা নিয়ে মানুষকে ভাবাতে প্রাণ-প্রকৃতি নিয়ে একটি পর্ব রাখা হয়েছে।

বাংলা একাডেমির পক্ষ থেকে ব্যবস্থাপনায় সব ধরনের সহযোগিতার কথা বলেন আমিনুর রহমান সুলতান।  

লিট ফেস্টের দশম আয়োজনে প্রবেশের জন্য অনলাইনে বা সশরীর টিকিট কাটার সুযোগ আছে। তবে ১২ বছরের কম বয়সীরা বিনা মূল্যে প্রবেশ করতে পারবে।