চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। তাঁর নাম এমদাদুল হোসেন (৩২)। তিনি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক উত্তর বিভাগে কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন। আজ সোমবার দুপুরে নগরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) স্পিনা রানী প্রামাণিক প্রথম আলোকে বলেন, কনস্টেবল এমদাদুল হোসেন চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা গেছেন। তাঁর মৃত্যুতে নগর পুলিশে শোকের ছায়া নেমে এসেছে।
পুলিশ জানায়, কনস্টেবল এমদাদুল গত শুক্রবার অসুস্থতা বোধ করলে নগরের দামপাড়া পুলিশ হাসপাতালে যান। সেখানে দায়িত্বরত চিকিৎসকেরা তাঁকে ডেঙ্গু পরীক্ষার জন্য বলেন। পরীক্ষায় পরদিন তাঁর ডেঙ্গু ধরা পড়ে। চিকিৎসকদের পরামর্শে তিনি বিশ্রামে থাকেন। শারীরিক অবস্থার অবনতি হলে এমদাদুল গতকাল রোববার আবার পুলিশ হাসপাতালে যান। সেখানে তাঁর অবস্থার আরও অবনতি হলে নগরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে আজ দুপুরে তাঁর মৃত্যু হয়।
চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, আজ পর্যন্ত চট্টগ্রাম জেলায় এ বছর ডেঙ্গুতে ৪৭ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হন ৯৫ জন। চলতি বছরের শুরু থেকে আজ পর্যন্ত মোট আক্রান্ত হন ৪ হাজার ৭০৬ জন।