রাষ্ট্রদূত ইমরান নির্বাচনের আগেই ওয়াশিংটনে ফিরে যাবেন: পররাষ্ট্রসচিব

পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন
ফাইল ছবি: প্রথম আলো

বর্তমানে দিল্লিতে অবস্থানরত যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান মঞ্জুরি ছুটি নিয়েছেন। তিনি জাতীয় নির্বাচনের অনেক আগেই ওয়াশিংটন ফিরে যাবেন। রাষ্ট্রদূত ইমরানকে নিয়ে এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন এসব তথ্য জানিয়েছেন।

দিল্লিতে ভারত–বাংলাদেশের পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠকে অংশ নিয়ে দেশে ফেরা পররাষ্ট্রসচিব আজ রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। এ সময় রাষ্ট্রদূত ইমরানের ছুটির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘এটা তাঁর মঞ্জুরি ছুটি। এটা দুই বছর পরপর নেওয়া হয়। এ ছুটিটা ওনার অনেক দিনের পুরোনো পাওনা ছিল। দরখাস্ত করা ছিল। এটা করা হয়েছে (মঞ্জুর)। এটার একটা লিমিট (ব্যাপ্তি) আছে। এক মাসের বেশি হয় না। উনি (রাষ্ট্রদূত) আর একটু কম নিয়েছেন। নির্বাচনের আগে আগে চলে যাবেন।’

রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান গত বুধবার (২২ নভেম্বর) থেকে যুক্তরাষ্ট্রের বাইরে আছেন। জাতীয় নির্বাচনের আগে যুক্তরাষ্ট্র থেকে যখন বাংলাদেশ নিয়ে বিভিন্ন সময়ে বার্তা আসছে, এমন সময়ে রাষ্ট্রদূতের ছুটি নিয়ে আলোচনার বিষয়ে পররাষ্ট্রসচিব বলেন, ‘এটা হয়তো অনেকের অতি আগ্রহের ফল। কারণ, রাষ্ট্রদূতদেরও ডিফারেন্ট কাইন্ড অব লিভ, মেডিকেল লিভ হতে পারে, অনেক সময় হোম লিভ হতে পারে। বিভিন্ন ইমার্জেন্সি থাকে। বাংলাদেশে তাঁদের বাবা-মা অসুস্থ হয়ে যেতে পারেন।…এক বছর অনেক কষ্ট করলাম, দুই সপ্তাহ তিন সপ্তাহ অবকাশ যাপন করল একটা জায়গায়।’

পররাষ্ট্রসচিব বলেন, ‘আজকালকার দিনে যেখানেই হোক, সবাই ২৪ ঘণ্টা কানেকটেড (যুক্ত)। সুতরাং, যেকোনো জায়গা থেকে মিশনের কিছু হলে নজর রাখতে পারবেন। আমাদের হেডকোয়ার্টারের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। উনি (রাষ্ট্রদূত ইমরান) বোধ হয় ঢাকায় আসছেন।’

ওয়াশিংটন এবং ঢাকার কূটনৈতিক সূত্রগুলো প্রথম আলোকে জানিয়েছে, মোহাম্মদ ইমরান দুই ভাগে তাঁর অর্জিত ছুটি কাটানোর বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করেছেন। ছুটির প্রথম পর্ব তিনি বাংলাদেশে কাটাবেন। এরপর বাকি অংশ কাটাবেন অস্ট্রেলিয়ায় পরিবারের সদস্যদের সঙ্গে। দুই বছরের অর্জিত ছুটি হিসেবে ২৮ দিনের বেশি ছুটি পাওনা থাকলেও মোহাম্মদ ইমরান হয়তো দুই সপ্তাহের কিছুটা বেশি সময় ছুটি কাটাতে পারেন।

এদিকে দিল্লির একটি সূত্র রোববার বিকেলে এই প্রতিবেদককে জানিয়েছে, মোহাম্মদ ইমরান এখন দিল্লিতে রয়েছেন। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য গত বৃহস্পতিবার (২৩ নভেম্বর) ওয়াশিংটন থেকে দিল্লি পৌঁছান। গত শুক্রবার (২৪ নভেম্বর) দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন আয়োজিত বিদেশি মিশনগুলোর সঙ্গে পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের ব্রিফিংয়ে তিনি উপস্থিত ছিলেন।