কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশে ভর্তিতে বিশেষ ছাড়
কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশে চলছে ভর্তি মেলা। এ সময় বিশেষ ছাড়ে ভর্তি হতে পারবেন শিক্ষার্থীরা। রাজধানীর প্রগতি সরণিতে অবস্থিত বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে চলছে ভর্তির কার্যক্রম। চলবে পবিত্র ঈদুল ফিতর পর্যন্ত।
ভর্তি মেলায় এইচএসসি ও এ লেভেলের শিক্ষার্থী এবং এমবিএ ও এক্সিকিউটিভ এমবিএর জন্য ভর্তি ফি ছয় হাজার টাকা এবং ডিপ্লোমাধারীদের জন্য ভর্তি ফি তিন হাজার টাকা রাখা হচ্ছে। এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলের ভিত্তিতে টিউশন ফির ওপর সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত বৃত্তি থাকছে। এর মধ্যে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় যাঁদের চতুর্থ বিষয় ছাড়া আলাদাভাবে জিপিএ–৫ রয়েছে, তাঁরা টিউশন ফিতে শতভাগ ছাড় পাবেন। পাশাপাশি তিন বা ততধিক শিক্ষার্থী একসঙ্গে ভর্তি হলে তাঁরা ‘গ্রুপ ওয়েভার’ হিসেবে টিউশন ফিতে ৫ শতাংশ ছাড় পাবেন। এ ছাড়া এমবিএর শিক্ষার্থীদের জন্য টিউশন ফিতে ৫০ শতাংশ ও এক্সিকিউটিভ এমবিএর জন্য ৬০ শতাংশ ছাড় থাকছে। সব বিষয়ে ভর্তি–ইচ্ছুদের জন্য টিউশন ফির ওপর রয়েছে ৪০ শতাংশ ছাড়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিশ্ববিদ্যালয়টিতে স্নাতক পর্যায়ে রয়েছে বিবিএ, ইইই, সিএসই, ইংরেজি, এলএলবি, মিডিয়া কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম এবং শিপিং অ্যান্ড মেরিটাইম সায়েন্স। স্নাতকোত্তর পর্যায়ে রয়েছে মেরিটাইম ট্রান্সপোর্টেশন ও লজিস্টিকস, এমবিএ ও এক্সিকিউটিভ এমবিএ। এ ছাড়া ইইই ও সিএসইতে রয়েছে ডিপ্লোমা ডিগ্রিধারীদের ভর্তির সুযোগ।
কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশই দেশের একমাত্র বেসরকারি বিশ্ববিদ্যালয়, যেখানে রয়েছে শিপিং ও মেরিটাইম সায়েন্স নিয়ে পড়াশোনার সুযোগ। স্কুল অব বিজনেসের সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএর অধ্যাপক রিদওয়ানুল হক। এমবিএ ও ইএমবিএর কোর্স পরিচালনা করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক মিজানুর রহমান। মিডিয়া গ্র্যাজুয়েটদের শতভাগ চাকরির নিশ্চয়তা রয়েছে এই বিশ্ববিদ্যালয়ের মিডিয়া কমিউনিকেশন ও জার্নালিজম বিভাগে পড়ার মাধ্যমে। বিভাগে রয়েছে অত্যাধুনিক মিডিয়া ল্যাব ও স্টুডিও।
সিএসই বিভাগের প্রধানের দায়িত্বে রয়েছেন কম্পিউটার সায়েন্স বিষয়ের স্বনামধন্য অধ্যাপক সৈয়দ আখতার হোসেন। বিভাগে রয়েছে অত্যাধুনিক কম্পিউটার ল্যাব ও ডিজিটাল ক্লাসরুম।
ইইই বিভাগে রয়েছে সুসজ্জিত ল্যাব ও উন্নত মাল্টিমিডিয়া ক্লাসরুম। বিভাগের অধিকাংশ শিক্ষক বুয়েটের স্নাতক। বিভিন্ন ইঞ্জিনিয়ারিং শিক্ষা ও গবেষণার মাধ্যমে শিক্ষার্থীদের যুগোপযোগী করে গড়ে তুলতে সচেষ্ট এই বিভাগ। এ ক্ষেত্রে বিভাগটি ইলেকট্রিক্যাল পাওয়ার সিস্টেম, ইলেকট্রনিকস, ফোটনিক্স, টেলিকমিউনিকেশনস এবং রোবোটিক্স বিষয়ে বিশেষ গুরুত্ব দিয়ে পাঠদান করে থাকে। হাতেকলমে শিক্ষার জন্য শিক্ষার্থীদের নিয়মিত পাওয়ার প্ল্যান্ট ও ইন্ডাস্ট্রিয়াল পার্কে পরিদর্শনে নিয়ে যাওয়া হয়।
আইন বিভাগে রয়েছে অভিজ্ঞ ও নবীনদের সমন্বয়ে গড়া শিক্ষকমণ্ডলী। যাঁরা দেশের এবং বিশ্বের সমৃদ্ধ বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন করে এই বিভাগে শিক্ষকতা করছেন। আধুনিক গবেষণা উপযোগী শিক্ষাব্যবস্থা, অনলাইন লাইব্রেরি, মুট কোর্ট, ডিবেট ইত্যাদি সুবিধা আছে। জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন মুট কোর্ট প্রতিযোগিতায় নিয়মিতভাবে অংশগ্রহণ করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উল্লেখযোগ্য সাফল্য অর্জন করছেন।