ব্র্যাক ব্যাংকের ‘হোলসেল ব্যাংকিং কনফারেন্স’ অনুষ্ঠিত

কক্সবাজারের একটি হোটেলে কনফারেন্সের আয়োজন করে ব্র্যাক ব্যাংকছবি: সংগৃহীত

ব্র্যাক ব্যাংক সম্প্রতি বার্ষিক ‘হোলসেল ব্যাংকিং কনফারেন্স ২০২৪’ আয়োজন করেছে। কনফারেন্সের মূল লক্ষ্য ছিল করপোরেট গ্রাহকদের আরও উন্নত সেবা দেওয়ার কৌশল অন্বেষণ ও পরিকল্পনা প্রণয়ন।  

গত রোববার কক্সবাজারের একটি হোটেলে আয়োজিত এ কনফারেন্সে ব্যাংকের সিনিয়র ম্যানেজমেন্ট টিম এবং করপোরেট ব্যাংকিং ও ট্রেজারি ডিভিশনের সহকর্মীরা অংশ নেন। কনফারেন্সে ব্যাংকের ভবিষ্যৎ ব্যবসায়িক কার্যক্রমের সম্প্রসারণে সম্ভাব্য কৌশল প্রণয়ন নিয়ে আলোচনা করা হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব করপোরেট ব্যাংকিং তারেক রেফাত উল্লাহ খান এবং ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব ট্রেজারি অ্যান্ড ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন্স মো.শাহীন ইকবাল অংশগ্রহণমূলক এই আলোচনা পরিচালনা করেন।

ব্যাংকটির ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও সেলিম আর এফ হোসেন গ্রাহকবান্ধব কৌশল ও পরিকল্পনা গ্রহণের ওপর জোর দেন। তিনি বলেন, ‘ব্যাংকের কৌশলসমূহ মূল্যায়ন ও পরিমার্জনের লক্ষ্যে এই বার্ষিক হোলসেল ব্যাংকিং কনফারেন্সটি আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। এটি আমাদের অর্জনগুলোকে উদ্‌যাপন করার পাশাপাশি ব্যাংকিং খাতে আরও শক্তিশালী ও গ্রাহককেন্দ্রিক ভবিষ্যতের জন্য কর্মপরিকল্পনা প্রণয়নে আমাদের সম্মিলিত প্রয়াসকে ত্বরান্বিত করে।’

সেলিম আর এফ হোসেন আরও বলেন, ‘এই কনফারেন্সে আমাদের সিনিয়র ম্যানেজমেন্ট টিম এবং করপোরেট ব্যাংকিং ও ট্রেজারি ডিভিশনের সহকর্মীদের সক্রিয় অংশগ্রহণ, ক্রমাগত উন্নতি এবং উদ্ভাবনের প্রতি আমাদের ব্যাংক যে প্রতিশ্রুতিবদ্ধ, তারই প্রমাণ।’

ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর তারেক রেফাত উল্লাহ খান বলেন, গত পাঁচ বছরে করপোরেট ব্যাংকিং বিজনেস দ্বিগুণ হয়েছে। এ প্রবৃদ্ধিতে ট্রানজেকশন ব্যাংকিংয়ের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। মানবসম্পদ, প্রোডাক্ট এবং প্রক্রিয়াগুলোর কার্যকর ব্যবস্থাপনা ও প্রবৃদ্ধির অর্জনের তাড়না ভবিষ্যতে ব্যবসায়কে বহুগুণ বৃদ্ধিতে সাহায্য করবে।

এই সম্মেলন উৎকর্ষ, উদ্ভাবন এবং গ্রাহকদের উৎকর্ষ সেবা দেওয়ার বিষয়ে ব্র্যাক ব্যাংক প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে। ব্যাংকের ক্রমাগত উন্নয়ন ও বিকাশে এই ধরনের কৌশলগত উদ্যোগগুলো ভবিষ্যতের গতিপথ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলে জানান সংশ্লিষ্ট।