ভারতে মানব পাচার চক্রের ৪ সদস্য গ্রেপ্তার
সাতক্ষীরার কলারোয়া এলাকা থেকে মানব পাচারকারী চক্রের চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সিরিয়াস ক্রাইম ইউনিট। গতকাল রোববার অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। আজ সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিআইডি এ তথ্য জানায়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মোকলেছুর রহমান (৩৬), শহিদুজ্জামান বাবলু (৪৪), আনোয়ারুল ইসলাম (৩৩), কাজিরুল ইসলাম (৩২)। সিআইডি বলছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে যশোর, সাতক্ষীরা এলাকায় মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে একাধিক মামলা রয়েছে।
সিআইডি সূত্র জানায়, গত বছরের মার্চ মাসে নারায়ণগঞ্জের ফতুল্লা থানায় মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে একটি মামলা হয়। ওই মামলায় গত ১৯ ডিসেম্বর এজাহারভুক্ত আসামি ফাতেমাকে গ্রেপ্তারের পর তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
তাঁর দেওয়া জবানবন্দিতে ভারতে মানব পাচার চক্রের কয়েক সদস্যের নাম উঠে আসে। সেই তথ্যের ভিত্তিতেই বাকিদের গ্রেপ্তার করা হয়েছে।