বিচারহীনতার জন্য বারবার হামলার ঘটনা ঘটছে

নড়াইলের বড়দিয়ায় উদীচীর অনুষ্ঠানে হামলার প্রতিবাদে আজ সোমবার রাজধানীর জাতীয় জাদুঘরের সামনে সাংস্কৃতিক সমাবেশের আয়োজন করা হয়।
ছবি: সাজিদ হোসেন

যশোরে ২৪ বছর আগে উদীচীর বোমা হামলার ঘটনার আজও বিচার হয়নি। বিচারহীনতার এই সংস্কৃতির ফলেই পরবর্তী সময়ে ছায়ানটের আয়োজনে বোমা হামলা, ২১ আগস্ট বোমা হামলার মতো ভয়াবহ ঘটনা ঘটেছে। গত ১৮ মার্চ নড়াইলের বড়দিয়ায় উদীচী উৎসবে হামলার ঘটনায় দুই দিন পেরিয়ে গেলেও এ বিষয়ে পুলিশ বা প্রশাসনের পক্ষ থেকে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।

বড়দিয়ার হামলার ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশে এসব অভিযোগ করেন বক্তারা। আজ সোমবার বিকেলে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এ সমাবেশের আয়োজন করে উদীচী শিল্পীগোষ্ঠী।

নড়াইলের বড়দিয়া শাখা সংসদের উদ্যোগে আয়োজিত দুই দিনব্যাপী ‘উদীচী উৎসব’ চলাকালে ১৮ মার্চ হামলার ঘটনা ঘটে। ওই ঘটনার পরিকল্পনাকারী এবং জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে এ প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে উদীচীর কেন্দ্রীয় সংসদের সহসভাপতি প্রবীর সরদার বলেন, বড়দিয়ার ঘটনাটি নিছক কোনো ঘটনা নয়। এটি পরিকল্পিত রাজনৈতিক হামলা। এতক্ষণ পর্যন্ত হামলাকারীদের ধরা হয়নি কেন, এ জন্য রাষ্ট্রকে জবাব দিতে হবে।

এ সময় উদীচীর সাবেক সহসভাপতি রতন সিদ্দিকী বলেন, হামলা করে উদীচীকে গণতান্ত্রিক-সমাজতান্ত্রিক আদর্শের লড়াই থেকে বিচ্ছিন্ন করা যাবে না। সর্বনাশের চূড়ান্ত পর্যায়ের দিকে এগিয়ে যাচ্ছে রাষ্ট্র।

সম্পাদকমণ্ডলীর সদস্য আরিফ নূর বলেন, ‘যাঁরা বিচারের ঠিকাদারি নিয়েছেন, তাঁরা শুধু উড়ালসেতু, পাতালসেতুর উন্নয়ন দেখান। কথা বলার স্বাধীনতা না থাকলে এই উন্নয়ন আসল উন্নয়ন নয়। জামায়াত-শিবির-হেফাজতের কাছে সরকার নিজেদের বর্গা দিচ্ছে। বাংলাদেশের পুলিশ বাংলা সিনেমার মতো ঘটনার শেষে আসে। নড়াইলেও তাই ঘটেছে।’

উদীচী কেন্দ্রীয় সংসদের সভাপতি বদিউর রহমানের সভাপতিত্বে প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশের শুরু হয় গণসংগীত পরিবেশনা দিয়ে। বক্তব্যের মাঝে মাঝে পরিবেশিত হয় আবৃত্তি ও গান।

সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন উদীচী কেন্দ্রীয় সংসদের সহসাধারণ সম্পাদক সঙ্গীতা ইমাম, ইকবালুল হক খান, কোষাধ্যক্ষ বিমল মজুমদার, বাংলাদেশ যুব ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রমুখ।

চট্টগ্রামে প্রতিবাদী সমাবেশ

নড়াইল বড়দিয়া শাখা উদীচীর অনুষ্ঠানে হামলায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে চট্টগ্রামেও প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে উদীচী চট্টগ্রাম জেলা সংসদের আয়োজনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।  

চট্টগ্রাম জেলা সংসদের উদীচীর সহসভাপতি অসীম চৌধুরীর সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা সংসদের সাধারণ সম্পাদক অসীম বিকাশ দাশ, যুগ্ম সম্পাদক জয়তী ঘোষ, জয়শ্রী মজুমদার, অপর্ণা চৌধুরী প্রমুখ।

সভায় বক্তারা বলেন, নড়াইলের বড়দিয়ায় উদীচীর উৎসব প্রাঙ্গণে সাম্প্রদায়িক মৌলবাদী গোষ্ঠী বোমা হামলা চালিয়েছে। স্বাধীনতার মাসে এ ধরনের অপতৎপরতা এটাই প্রমাণ করে যে মৌলবাদী সাম্প্রদায়িক গোষ্ঠী চায় না এই দেশে প্রগতিশীল মুক্তবুদ্ধি চর্চাগুলো এগিয়ে যাক, সুস্থ সাংস্কৃতিক  চর্চার মাধ্যমে একটি সমাজ গড়ে উঠুক। সুস্থ সাংস্কৃতিক চর্চার মধ্য দিয়ে সাম্প্রদায়িক মৌলবাদী গোষ্ঠীর সব অপতৎপরতা রুখে দাঁড়াতে হবে। অবিলম্বে এই ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।