সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

শুভ সকাল। আজ শুক্রবার, ছুটির দিন। গতকাল বুধবার হয়তো অনেক সংবাদ আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের নানা খবর ও বিশ্লেষণ। এর মধ্যে গতকালের সবচেয়ে আলোচিত খবর ছিল ৮১ কোটি টাকার পশু জবাইখানা কাজে আসছে না, আরও ১০ কোটি টাকার যন্ত্র বসানোর চিন্তা। আন্তর্জাতিক আলোচিত খবর ছিল রাশিয়া–চীনের আপত্তিতে আটকে গেল যৌথ ঘোষণা। এ ছাড়া ছিল অপরাধ, বিনোদন, বাণিজ্য ও খেলার জগতের নানা খবর।

তাই দিনের শুরুতেই পড়ুন আলোচিত পাঁচটি খবর, যা হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে।

৮১ কোটি টাকার পশু জবাইখানা কাজে আসছে না, আরও ১০ কোটি টাকার যন্ত্র বসানোর চিন্তা

রাজধানীর হাজারীবাগে ৮১ কোটি টাকা ব্যয়ে এই পশু জবাইখানা তৈরি করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। তবে এখন তা চালু করা যাচ্ছে না
ছবি: সংগৃহীত

স্বাস্থ্যসম্মত পরিবেশে গরু-ছাগল জবাই করার জন্য রাজধানীর হাজারীবাগে ৮১ কোটি টাকা ব্যয়ে একটি জবাইখানা তৈরি করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। পাঁচ মাস আগে জবাইখানা পুরোপুরি প্রস্তুত হয়েছে। কিন্তু এখনো সেখানে পশু জবাই শুরু হয়নি। নতুন করে আরও প্রায় ১০ কোটি টাকা ব্যয়ে সেখানে আধুনিক যন্ত্রপাতি বসানোর পরিকল্পনা করছেন সিটি করপোরেশনের কর্মকর্তারা।

এভাবে অর্থ খরচ করাকে অপচয় হিসেবে দেখছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা। তাঁরা বলছেন, কাজে লাগবে কি না, সেটা বিবেচনায় না নিয়েই একের পর এক প্রকল্প নেন সিটি করপোরেশনের কর্মকর্তারা। বিস্তারিত পড়ুন

রাশিয়া–চীনের আপত্তিতে আটকে গেল যৌথ ঘোষণা

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভসহ জি–টোয়েন্টি জোটভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের এই বৈঠক কোনো যৌথ ঘোষণা ছাড়াই শেষ হয়েছে
ছবি: রয়টার্স

রাশিয়ার প্রতি ইউক্রেন থেকে নিঃশর্তভাবে পুরোপুরি সেনা প্রত্যাহারের আহ্বান জানিয়ে তৈরি করা হয়েছিল যৌথ বিবৃতি। কিন্তু রাশিয়ার আপত্তিতে চীন সমর্থন জানানোয় তা আলোর মুখ দেখল না। সে কারণে যৌথ ঘোষণা ছাড়াই শেষ হলো জি–টোয়েন্টি জোটভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলন।

বৃহস্পতিবার ভারতের রাজধানী নয়াদিল্লিতে দুই দিনের এই সম্মেলন শেষ হয়েছে। ফলে কদিন আগে বেঙ্গালুরুতে এই গোষ্ঠীভুক্ত দেশগুলোর অর্থমন্ত্রীদের সম্মেলনের মতো একই হাল হলো পররাষ্ট্রমন্ত্রী সম্মেলনেও। যৌথ বিবৃতির বদলে গৃহীত হলো এক নির্যাস নথি বা ‘আউটকাম ডকুমেন্ট’। বিস্তারিত পড়ুন

র‍্যাবের ওপর নিষেধাজ্ঞা শিথিলের সম্ভাবনা দেখছেন মহাপরিচালক খুরশীদ

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে আজ বৃহস্পতিবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন র‍্যাব মহাপরিচালক এম খুরশীদ হোসেন
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে নির্বাচনী দায়িত্ব পালন করতে র‍্যাবের কোনো সমস্যা হবে না বলে মন্তব্য করেছেন এই বাহিনীর মহাপরিচালক এম খুরশীদ হোসেন। এই নিষেধাজ্ঞা শিথিল হওয়ার সম্ভাবনা আছে বলেও জানান তিনি।

বৃহস্পতিবার রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে র‍্যাবের মহাপরিচালক সাংবাদিকদের এসব কথা বলেন। বিস্তারিত পড়ুন

মুশফিক-তাসকিনকে নিয়ে শঙ্কা, ওয়ানডের দলে শামীম

ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডের বাংলাদেশ দলে ডাক পেয়েছেন শামীম হোসেন
শামসুল হক

প্রথম সুখবরটা পেয়েছেন গত রাতে। ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচের দলে সুযোগ পেয়েছেন শামীম হোসেন। বৃহস্পতিবার আরও একটা সুখবর পেলেন এই বাঁহাতি। তাঁকে নেওয়া হয়েছে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচের দলেও।

তবে শামীম দলে এসেছেন ‘ব্যাকআপ’ হিসেবে। আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের ইনডোরে ব্যক্তিগত অনুশীলনের সময় আঙুলে চোট পান মুশফিকুর রহিম। দলীয় সূত্র অবশ্য বলছে, মুশফিকের চোট গুরুতর নয়। বিস্তারিত পড়ুন

বড় প্রকল্পগুলো যেন ‘তাজমহল হয়ে না দাঁড়ায়’

নির্বাচনের ঠিক আগে বড় প্রকল্প বাস্তবায়নে দৃশ্যমান অগ্রগতি আনতে সরকার সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) অতিরিক্ত বরাদ্দ দিয়েছে। তবে এসব অবকাঠামো প্রকল্প যেন শুধু দেখার বিষয় না হয়ে মানুষ ব্যবহার করতে পারে, সেদিকে লক্ষ রাখতে পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

বড় অবকাঠামো বিশেষজ্ঞ ও সাবেক সচিব মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, রাজনীতিবিদদের মধ্যে ‘লোক দেখানোর’ প্রবণতা থাকে, সুতরাং এসব প্রকল্প যেন ‘তাজমহল’ হয়ে না দাঁড়ায়, তা নিশ্চিত করা প্রয়োজন। বিস্তারিত পড়ুন