অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে চট্টগ্রামে কাস্টমসের সাবেক কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা

দুদক

কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে চট্টগ্রামে কাস্টমসের এক সাবেক কর্মকর্তা ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ওই কর্মকর্তা হলেন কাস্টমসের সাবেক রাজস্ব কর্মকর্তা আবদুল বারিক ও তাঁর স্ত্রী ফেরদৌস ইয়াসমিন খানম।

আজ সোমবার দুদক চট্টগ্রামের সহকারী পরিচালক সবুজ হোসেন বাদী হয়ে মামলা দুটি করেন।

সবুজ হোসেন প্রথম আলোকে বলেন, সাবেক রাজস্ব কর্মকর্তা আবদুল বারিক ও তাঁর স্ত্রীকে আসামি করে একটি মামলা করা হয়। আরেকটিতে আবদুল বারিককে আসামি করা হয়েছে।

মামলার এজাহারে বলা হয়েছে, ২০২০ সালের অক্টোবরে আবদুল বারিক ও তাঁর স্ত্রীকে সম্পদ বিবরণী জমা দিতে বলে দুদক। পরে তাঁরা দুজনই বিবরণী জমা দেন। কিন্তু যাচাই-বাছাইয়ের পর দুদক জানতে পারে, কাস্টমস কর্মকর্তার স্ত্রী ১ কোটি ৯২ লাখ ৬৫ হাজার টাকার অবৈধ সম্পদের মালিক। গৃহিণী হয়েও স্বামীর অবৈধ আয়ে এসব সম্পদের মালিক হন তিনি। অপর দিকে আবদুল বারিক ১ কোটি ২৩ লাখ ১৪ হাজার টাকার সম্পদের তথ্য গোপন করেন।