টাঙ্গাইলে ‘সিলেকশনস’–এর নতুন শোরুম উদ্বোধন

সম্প্রতি টাঙ্গাইলে চালু হয়েছে আকিজ বশির গ্রুপের গৃহনির্মাণ সামগ্রীর ব্র্যান্ড ‘সিলেকশনস’-এর নতুন শোরুমছবি: আকিজ বশির গ্রুপের সৌজন্যে

দেশের অন্যতম শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান আকিজ বশির গ্রুপের গৃহনির্মাণ সামগ্রীর ব্র্যান্ড ‘সিলেকশনস’–এর নতুন শোরুম চালু হয়েছে টাঙ্গাইলে। সম্প্রতি শহরের কেয়া সিনেমা হল রোডে শোরুমটি উদ্বোধন করেন আকিজ বশির গ্রুপের চিফ অপারেটিং অফিসার মোহাম্মদ খোরশেদ আলম। এ সময় উপস্থিত ছিলেন বিজনেস অ্যাসোসিয়েট মো. সালাহউদ্দিন লাবলু, আকিজ সিরামিকসের জেনারেল ম্যানেজার (সেলস) মোহাম্মদ আশরাফুল হকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং আকিজ বশির গ্রুপের কর্মকর্তারা।

উদ্বোধনী অনুষ্ঠানে মোহাম্মদ খোরশেদ আলম বলেন, ‘সিলেকশনস ব্র্যান্ডটি আকিজ বশির গ্রুপের সব গৃহনির্মাণ সামগ্রীর প্রিমিয়াম ব্র্যান্ডসমূহের পণ্য সরবরাহ করে থাকে। ক্রেতাদের সুবিধার্থে আমরা এবার টাঙ্গাইলে এই ফ্ল্যাগশিপ শোরুমটির শুভ উদ্বোধন করেছি। এখানে ক্রেতারা টাইলস, স্যানিটারিওয়্যার, ফসেট, বোর্ড এবং ডোরের সেরা পণ্যগুলো সহজেই পেয়ে যাবেন।’

এক ছাদের নিচে গ্রাহকদের চাহিদা অনুযায়ী আকিজ বশির গ্রুপের সব গৃহনির্মাণ সামগ্রী ব্র্যান্ডের পণ্যকে একত্রিত করতে ২০২২ সালের অক্টোবরে যাত্রা শুরু করে ‘সিলেকশনস’ ব্র্যান্ড।

ইতিমধ্যে ঢাকার বনানী, চট্টগ্রামের আগ্রাবাদ এক্সেস রোড, সিলেটের মেন্দিবাগ ও পাটানটুলা, সাভারের শিমুলতলায় ফ্ল্যাগশিপ শোরুম চালু করা হয়েছে। সেই ধারাবাহিকতায় টাঙ্গাইলে চালু হলো নতুন শোরুমটি।