মোহাম্মদপুরে ককটেল বিস্ফোরণে ঝলসে গেছে শিশু

ককটেল বিস্ফোরণপ্রতীকী ছবি

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় গতকাল শুক্রবার রাতে ককটেল বিস্ফোরণে রাসেল মিয়া (১২) নামের এক শিশু আহত হয়েছে। শিশুটির শরীরের ৩৫ শতাংশ পুড়ে গেছে।

সংকটজনক অবস্থায় শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে শিশুটিকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আহত রাসেলের ভাই আশিক মিয়া আজ শনিবার প্রথম আলোকে বলেন, রাত সাড়ে আটটার দিকে মোহাম্মদপুরের আল–বশির জামে মসজিদের সামনের সড়কে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। তখন খাবার পানি আনতে যাচ্ছিল রাসেল। বিস্ফোরণে রাসেলের শরীরের বিভিন্ন স্থান ঝলসে গেছে।

আশিক মিয়া আরও বলেন, রাসেলকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছিল। পরে সেখান থেকে রাত সাড়ে ১১টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়।

শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক তরিকুল ইসলাম বলেন, শিশুটির শরীরের ৩৫ শতাংশ পুড়ে গেছে। অবস্থা আশঙ্কাজনক।

এ বিষয়ে জানতে আজ দুপুরে পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার এইচ এম আজিমুল হকের সঙ্গে যোগাযোগ করা হয়। তিনি প্রথম আলোকে বলেন, বিষয়টি নিয়ে তিনি খোঁজখবর নিচ্ছেন।
রাসেল পরিবারের সঙ্গে মোহাম্মদপুরের হুমায়ূন রোডের ডি ব্লকে থাকে।