প্রথম আলোর ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী ছিল গত ৪ নভেম্বর, ২০২২। এ উপলক্ষে প্রথম আলো তার পাঠকদের কাছ থেকে নিজেদের অভিজ্ঞতা নিয়ে লেখা এবং নিজেদের তোলা ছবি পাঠানোর আহ্বান জানিয়েছিল। পাঠকদের কাছ থেকে অভূতপূর্ব সাড়া পাওয়া গেছে। ‘পাঠকের লেখা’ শিরোনামে তাঁদের কিছু লেখা ইতিমধ্যে প্রথম আলোতে প্রকাশিত হয়েছে।
লেখা ও ছবির জন্য তিনজন করে পাঠক বিজয়ী হয়েছেন। লেখায় প্রথম হয়েছেন নীলফামারীর ডোমার থেকে গোপাল রায় (আনন্দ-বেদনার কাব্য)। দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন যথাক্রমে অস্ট্রেলিয়ার মিন্টোর মো. ইয়াকুব আলী (জীবনবদলের কারিগরেরা) এবং ঢাকার উত্তর বাড্ডার রাজমিন আক্তার (একটি জাদুকরি মুহূর্ত)।
আলোকচিত্রে প্রথম হয়েছেন কিশোরগঞ্জের অষ্টগ্রাম থেকে নিয়ামুল চৌধুরী। দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন যথাক্রমে জয়পুরহাটের আক্কেলপুরের ইসতিয়াক আহমেদ এবং ফেনীর ইফতেখায়রুল ইসলাম। পাঠকদের পাঠানো নির্বাচিত ছবিগুলো প্রথম আলো অনলাইনে আজ বুধবার প্রকাশিত হবে।
লেখা ও আলোকচিত্রে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিজয়ীরা পুরস্কার হিসেবে পাবেন যথাক্রমে ২০ হাজার, ১০ হাজার ও ৫ হাজার টাকার বইয়ের কুপন। বিজয়ীদের সঙ্গে প্রথম আলোর পক্ষ থেকে অবিলম্বে যোগাযোগ করা হবে। বিজয়ীরাও প্রথম আলোর সঙ্গে ০১৮১৯৮৭৩২৩৫ নম্বরে যোগাযোগ করতে পারবেন।