লেখায় ও ছবিতে বিজয়ী পাঠকেরা 

প্রথম আলোর ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘পাঠকের ছবি’ আলোকচিত্র প্রতিযোগিতায় নিয়ামুল চৌধুরীর (২০) এই ছবি প্রথম হয়েছে। নিয়ামুল কিশোরগঞ্জের মিঠামইনের মুক্তিযোদ্ধা আবদুল হক কলেজের বাংলা সাহিত্যের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের শিক্ষার্থী। সম্প্রতি এক বিকেলে জেলার অষ্টগ্রামে বাড়ির কাছেই হাওরে খালাতো দুই ছোট ভাই-বোন গাছে বাঁধা দোলনায় দুলছিল। শৈশবের এই উচ্ছল মুহূর্ত মুঠোফোনে বন্দী করেন নিয়ামুল। ফটোগ্রাফিতে তাঁর প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষা নেই। ইউটিউব দেখেন। মাঝেমধ্যে এক বড় ভাইয়ের ক্যামেরা ধার করে ছবি তোলেন। এরই মধ্যে কয়েকটি প্রতিযোগিতায় অংশ নিয়ে পুরস্কৃত হয়েছেন। ফটোগ্রাফি চর্চা চালিয়ে যেতে চান নিয়ামুল।
ছবি: নিয়ামুল চৌধুরী

প্রথম আলোর ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী ছিল গত ৪ নভেম্বর, ২০২২। এ উপলক্ষে প্রথম আলো তার পাঠকদের কাছ থেকে নিজেদের অভিজ্ঞতা নিয়ে লেখা এবং নিজেদের তোলা ছবি পাঠানোর আহ্বান জানিয়েছিল। পাঠকদের কাছ থেকে অভূতপূর্ব সাড়া পাওয়া গেছে। ‘পাঠকের লেখা’ শিরোনামে তাঁদের কিছু লেখা ইতিমধ্যে প্রথম আলোতে প্রকাশিত হয়েছে। 

লেখা ও ছবির জন্য তিনজন করে পাঠক বিজয়ী হয়েছেন। লেখায় প্রথম হয়েছেন নীলফামারীর ডোমার থেকে গোপাল রায় (আনন্দ-বেদনার কাব্য)। দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন যথাক্রমে অস্ট্রেলিয়ার মিন্টোর মো. ইয়াকুব আলী (জীবনবদলের কারিগরেরা) এবং ঢাকার উত্তর বাড্ডার রাজমিন আক্তার (একটি জাদুকরি মুহূর্ত)।

এই ছবিটি দ্বিতীয় পুরস্কার পেয়েছে
ছবি: ইসতিয়াক আহমেদ

আলোকচিত্রে প্রথম হয়েছেন কিশোরগঞ্জের অষ্টগ্রাম থেকে নিয়ামুল চৌধুরী। দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন যথাক্রমে জয়পুরহাটের আক্কেলপুরের ইসতিয়াক আহমেদ এবং ফেনীর ইফতেখায়রুল ইসলাম। পাঠকদের পাঠানো নির্বাচিত ছবিগুলো প্রথম আলো অনলাইনে আজ বুধবার প্রকাশিত হবে।

প্থম আলোর ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘পাঠকের ছবি’ আলোকচিত্র প্রতিযোগিতায় তৃতীয় পুরস্কার পেয়েছে এই ছবিটি
ছবি: ইফতেখায়রুল ইসলাম

লেখা ও আলোকচিত্রে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিজয়ীরা পুরস্কার হিসেবে পাবেন যথাক্রমে ২০ হাজার, ১০ হাজার ও ৫ হাজার টাকার বইয়ের কুপন। বিজয়ীদের সঙ্গে প্রথম আলোর পক্ষ থেকে অবিলম্বে যোগাযোগ করা হবে। বিজয়ীরাও প্রথম আলোর সঙ্গে ০১৮১৯৮৭৩২৩৫ নম্বরে যোগাযোগ করতে পারবেন।