প্রধানমন্ত্রীকে শুভেচ্ছাবার্তা ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্টের

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেন
ছবি: বাসস/রয়টার্স

জাতীয় নির্বাচনে আবার বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেন।

গত ৭ জানুয়ারি বাংলাদেশের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়।

ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট অভিনন্দনবার্তায় বাংলাদেশের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সম্পর্ককে ভবিষ্যতে আরও শক্তিশালী করতে প্রধানমন্ত্রীর সঙ্গে একযোগে কাজ করার অভিপ্রায় ব্যক্ত করেন।

গত বছরের অক্টোবরে ব্রাসেলসে গ্লোবাল গেটওয়ে ফোরামে প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর বৈঠকের কথা উল্লেখ করে উরসুলা বলেন, বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে আলোচনাধীন ‘অংশীদারত্ব ও সহযোগিতা চুক্তি’ দুই পক্ষের সম্পর্ককে আরও প্রসারিত ও যুগোপযোগী করবে।

অভিনন্দনবার্তায় উরসুলা ভন ডার লেন বলেন, ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের সঙ্গে টেকসই উন্নয়ন, জলবায়ু পরিবর্তন, অভিবাসন ও অন্যান্য স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সহযোগিতা করতে অঙ্গীকারবদ্ধ।