রানা প্লাজা ধসের মতো বিপর্যয় এড়াতে দরকার নিয়ম মেনে চলা তৈরি পোশাকশিল্প: ইউরোপীয় ইউনিয়ন

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)
ছবি: রয়টার্স

১০ বছর আগে সাভারে রানা প্লাজা ধসে ভুক্তভোগী ব্যক্তিদের স্মরণ করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও জোটটির সদস্য দেশগুলো। তারা বলেছে, রানা প্লাজা ধসের মতো বিপর্যয় এড়াতে দরকার নিয়ম মেনে চলা তৈরি পোশাকশিল্প।

২০১৩ সালের ২৪ এপ্রিল ঢাকার অদূরে সাভারে রানা প্লাজা ধসে ১ হাজার ১০০–এর বেশি শ্রমিক নিহত হন। আহত হন হাজারো শ্রমিক। রানা প্লাজা ধসের ১০ বছর পূর্ণ হলো আজ সোমবার। দিবসটি উপলক্ষে ঢাকায় ইইউ ডেলিগেশন একটি টুইট করেছে।

টুইটে বলা হয়, তৈরি পোশাকশিল্পের নিরাপত্তা, শ্রম ও অন্যান্য আন্তর্জাতিক মান উন্নত করার প্রচেষ্টায় বাংলাদেশের সব অংশীদারদের প্রতি ইইউ তার সমর্থন অব্যাহত রেখেছে। রানা প্লাজা ধসের মতো ট্র্যাজেডি প্রতিরোধের চাবিকাঠি হলো পুরোপুরি নিয়ম মেনে চলা একটি তৈরি পোশাকশিল্প।