বিশ্ব ইজতেমার নিরাপত্তায় সব প্রস্তুতি নেওয়া হয়েছে: আইজিপি

বিশ্ব ইজতেমার নিরাপত্তা প্রস্তুতি নিয়ে পুলিশ সদর দপ্তরে সভা করেন আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। ঢাকা, ১৭ জানুয়ারিছবি: সংগৃহীত

আগামী ফেব্রুয়ারি মাসে ঢাকার অদূরে টঙ্গীতে অনুষ্ঠেয় বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে করার জন্য সার্বিক প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। সবার সম্মিলিত প্রচেষ্টায় ইজতেমায় আসা মুসল্লিদের নিরাপত্তা নিশ্চিত করা হবে বলে জানান তিনি।

আজ বুধবার বিকেলে রাজধানীতে পুলিশ সদর দপ্তরের হল অব প্রাইডে আগামী ২-৪ ফেব্রুয়ারি ও ৯-১১ ফেব্রুয়ারি দুই পর্বে অনুষ্ঠিতব্য বিশ্ব ইজতেমার সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলাসংক্রান্ত সভায় আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল–মামুন এসব কথা বলেন। দুই পর্বের ইজতেমা সফলভাবে সম্পন্ন করতে উভয় পক্ষের আয়োজকদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে সমন্বয়ের মাধ্যমে ইজতেমা আয়োজনের আহ্বান জানান তিনি। সভায় উপস্থিত তাবলিগের উভয় পক্ষের মুরব্বিরা ইজতেমাকে কেন্দ্র করে গৃহীত সার্বিক নিরাপত্তা ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেন।

সভায় অতিরিক্ত ডিআইজি (অতিরিক্ত উপমহাপরিদর্শক-অপারেশনস) নাসিয়ান ওয়াজেদ ইজতেমার সার্বিক নিরাপত্তা পরিকল্পনা তুলে ধরেন। এ সময় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উত্তরা ট্রাফিক বিভাগ এবং গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) ইজতেমার নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনাসংক্রান্ত পরিকল্পনা উপস্থাপন করে।

পুলিশ সদর দপ্তর সূত্র জানায়, ইজতেমাস্থলের নিরাপত্তায় পোশাকে ও সাদাপোশাকে পুলিশ মোতায়েন করা হবে। এ ছাড়া বোমা উদ্ধার ও নিষ্ক্রিয়করণ ইউনিট, ডগ স্কোয়াড, নৌ টহল, বিস্ফোরক দ্রব্য বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত দল দায়িত্ব পালন করবে। ইজতেমাস্থলের নিরাপত্তায় আকাশে র‍্যাবের হেলিকপ্টার টহল থাকবে।

সভায় ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা, বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিনিধি, সংশ্লিষ্ট সরকারি দপ্তরের প্রতিনিধি ও তাবলিগের মুরব্বিরা উপস্থিত ছিলেন।