জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ডের সপ্তম আসরের নিবন্ধন চলছে

তরুণদের বিভিন্ন উদ্যোগকে স্বীকৃতি দিয়ে উৎসাহিত করতে জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ডের সপ্তম আসরের নিবন্ধন শুরু হয়েছে। ১৫ আগস্ট থেকে শুরু হওয়া এই আবেদন চলবে ১০ অক্টোবর পর্যন্ত। প্রতিযোগিতার আয়োজন করছে সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) অঙ্গ প্রতিষ্ঠান ইয়াং বাংলা।

এ বছর ১৮ থেকে ৩৫ বছর বয়সী ব্যক্তিদের পরিচালিত সংগঠন ৬টি আলাদা বিষয়ে আবেদন করতে পারবে। এগুলো হলো—দক্ষতা ও কর্মসংস্থান, শিল্প ও সংস্কৃতি, সম্প্রদায়ের সুস্থতা, সামাজিক অন্তর্ভুক্তি, জলবায়ু ও পরিবেশ উদ্ভাবন এবং যোগাযোগ।

এই বিষয়গুলোতে যেসব সংগঠন নারীর ক্ষমতায়ন, শিশু অধিকার, প্রতিবন্ধী ব্যক্তিদের ক্ষমতায়ন, পিছিয়ে পড়া মানুষের ক্ষমতায়ন, কর্মসংস্থান ও উদ্ভাবন, সৃজনশীলতা ও বিনোদন, জ্ঞান ও সক্ষমতা বিকাশ, অতিদরিদ্র মানুষের ক্ষমতায়ন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন, স্বাস্থ্যসেবা, সামাজিক-সাংস্কৃতিক উদ্যোগ, দুর্যোগ ঝুঁকি হ্রাস ও জরুরি সেবা দেওয়া নিয়ে কাজ করে যাচ্ছে তারা জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ডের জন্য আবেদন করতে পারবে।

অন্তত ১৮ মাস ধরে এসব সেবামূলক কাজে যুক্ত সংগঠন বা সংস্থা এই প্রতিযোগিতার জন্য আবেদন করতে পারবে। আবেদনকারী সংগঠন বা সংস্থার বয়স অন্তত ২ বছর হতে হবে। জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড ২০২৩ এ আবেদনের প্রক্রিয়া ও অন্যান্য তথ্য বিস্তারিত জানা যাবে— https://jbya.youngbangla.org/ তে ।