পাঁচ ক্যাটাগরিতে ১০ হাজার ডলার করে পুরস্কার

বঙ্গবন্ধু ইন্টারন্যাশনাল সাইবার সিকিউরিটি এওয়ারনেস অ্যাওয়ার্ড ২০২৩ এর উদ্বোধনী অনুষ্ঠান। বিসিসি অডিটোরিয়াম, আইসিটি টাওয়ার, আগারগাঁও
ছবি : তানভীর আহাম্মেদ

সাইবার নিরাপত্তার জন্য বৈশ্বিক সচেতনতা কার্যক্রম চালু করতে পুরস্কারের আয়োজন করেছে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিভাগ। বঙ্গবন্ধু ইন্টারন্যাশনাল সাইবার সিকিউরিটি অ্যাওয়ারনেস অ্যাওয়ার্ড নামে পাঁচটি ক্যাটাগরিতে এ পুরস্কার দেওয়া হবে। প্রতিটি ক্যাটাগরিতে পুরস্কার হিসেবে দেওয়া হবে ১০ হাজার ডলার।
আজ রোববার রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি টাওয়ারে এ পুরস্কারের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বলা হয়, বাংলাদেশের ৫০ বছর পূর্তি উপলক্ষে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে ‘গোল্ডেন জুবিলি বাংলাদেশ কনসার্ট’ আয়োজন করে আইসিটি বিভাগের সংস্থা বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ। সেখানে টিকিট বিক্রির টাকা জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) বাংলাদেশকে দেওয়া হয়। এর উদ্দেশ্য তৃতীয় বিশ্বের যুব ও শিশুদের জন্য বঙ্গবন্ধু ইন্টারন্যাশনাল সাইবার সিকিউরিটি অ্যাওয়ারনেস অ্যাওয়ার্ড চালুর মাধ্যমে একটি বৈশ্বিক সচেতনতা কর্মসূচি তৈরি। বাংলাদেশ সরকারের ডিজিটাল সিকিউরিটি এজেন্সি ও ইউএনডিপির মাধ্যমে এই কর্মসূচি বাস্তবায়ন করা হবে।

৩০ জুলাই থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত http://bicsaa.gov.bd ওয়েবসাইটে পুরস্কারের জন্য আবেদন করা যাবে। পাঁচটি ভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হবে। প্রতিটি ক্যাটাগরিতে পুরস্কার হিসেবে দেওয়া হবে ১০ হাজার ডলার। আগামী সেপ্টেম্বরে নির্বাচিতদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ সাইবার নিরাপত্তার ওপর জোর দিয়ে বলেন, সঠিক পদক্ষেপ না নিলে দুর্ঘটনা ঘটতে থাকবে। এ জন্য উপাত্তের সুরক্ষা প্রয়োজন। উপাত্ত সুরক্ষা আইনের চূড়ান্ত খসড়াও হয়েছে। দ্রুতই তা মন্ত্রিসভায় উপস্থাপন করা হবে।

অনুষ্ঠানে আইসিটি বিভাগের সচিব মো. সামসুল আরেফিনের সভাপতিত্বে আরও বক্তব্য দেন হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রেজাউল করিম, ডিজিটাল নিরাপত্তা এজেন্সির মহাপরিচালক আবু সাঈদ মো. কামরুজ্জামান, ইউএনডিপি বাংলাদেশের ডেপুটি রেসিডেন্ট রিপ্রেজেন্টেটিভ ভ্যান এন গুয়েন ও আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার বিজয়ী সাদাত রহমান।