সীতাকুণ্ডে বিস্ফোরণে আরও একজনের মৃত্যু
সীতাকুণ্ডের অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণের ঘটনায় গুরুতর আহত প্রবেশ লাল শর্মা (৫৫) মারা গেছেন। রোববার রাত সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। তাঁকে নিয়ে এ ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়াল সাতজনে।
প্রবেশ লাল শর্মার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. আলাউদ্দিন। তিনি বলেন, প্রবেশ লালের মরদেহ মর্গে পাঠানো হচ্ছে।
প্রবেশ লাল শর্মার বাড়ি সীতাকুণ্ড থানার ভাটিয়ারী এলাকায়। তিনি প্রায় ২২ বছর ধরে সীমা অক্সিজেন লিমিটেডে সিনিয়র অপারেটর হিসেবে কাজ করছিলেন। শনিবার বিকেলে অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণে আহত হলে প্রবেশ লালকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেলে আনা হয়। প্রথমে তাঁকে হাসপাতালের নিউরোসার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় পরবর্তী সময়ে তাঁকে আইসিইউতে স্থানান্তর করা হয়।