অগ্নিনির্বাপক যন্ত্রে এক বিশ্বস্ত নাম ‘সেফমেট’

ছবি: সংগৃহীত

গণমাধ্যমের খবরে প্রায়ই ঢাকাসহ সারা দেশের বিভিন্ন স্থানে অগ্নিকাণ্ডের খবর আসে। মাঝেমধ্যে তা ভয়াবহ হয়ে ওঠে। অগ্নিকাণ্ডে জানমালের ক্ষতির কারণে আহাজারির শেষ থাকে না। এর সঙ্গে যুক্ত হয় আফসোসও—কোনোভাবেই কি রেহাই পাওয়া সম্ভব নয় অনাকাঙ্ক্ষিত আগুনের ভয়াবহতা থেকে?

এ প্রশ্নের জবাব আমরা নিজেরাই জানি। বেশির ভাগ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে মনুষ্যসৃষ্ট কারণেই। তাই অগ্নিদুর্ঘটনা এড়াতে সচেতনতার বিকল্প নেই।

বাসাবাড়ি, কর্মক্ষেত্র বা শিল্পকারখানায় অগ্নিদুর্ঘটনা এড়াতে দরকার প্রয়োজনীয় পদক্ষেপ ও সচেতনতা। এর সঙ্গে দরকার সবক্ষেত্রে অগ্নিনির্বাপক যন্ত্রপাতি রাখার নিরাপদ ব্যবস্থা করা। বর্তমান বাজারে অগ্নিনির্বাপক যন্ত্রের ক্ষেত্রে নিরাপদ ও বিশ্বস্ত একটি নাম ‘সেফমেট ফায়ার সেফটি ইকুইপমেন্ট অ্যান্ড সলিউশন’। বাসাবাড়ি কিংবা কর্মক্ষেত্রের নিরাপত্তা নিশ্চিন্ত করতে গ্রাহকেরাও ঝুঁকছেন প্রাণ-আরএফএল গ্রুপের অগ্নিনির্বাপক যন্ত্রপাতির ব্র্যান্ড সেফমেটের দিকে।

বর্তমানে সেফমেটের ফায়ার এক্সটিংগুইশার, ফায়ার ডিটেকশন সিস্টেম, ফায়ার প্রটেকশন সিস্টেম, ফায়ার সাপ্রেশন সিস্টেম, ফায়ার ডোরসহ আগুন নেভানোর নানান ধরনের পণ্য বাজারে পাওয়া যাচ্ছে।

সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের জন্য এই পণ্যগুলো উচ্চমানের প্রযুক্তিবান্ধব যন্ত্রপাতি দিয়ে তৈরি করা হয়, যাতে আগুন লাগলে তা খুব বেশি ছড়িয়ে পড়তে না পারে। সেফমেট-বিশেষজ্ঞরাও গ্রাহকদের সঠিক পণ্যটি চিনে নিতে সহযোগিতা করছেন। পণ্যের বিশ্বস্ততা ও নির্ভরতার কারণে প্রতিনিয়ত এর প্রসার বৃদ্ধি পাচ্ছে। ব্যবহারের ক্ষেত্রেও পাচ্ছেন নানান ধরনের পরিষেবা।

গ্রাহকেরা সেফমেট ব্র্যান্ডের বিভিন্ন পণ্য সংগ্রহ করার পাশাপশি সেফমেট থেকে পাচ্ছেন অগ্নিদুর্ঘটনার ঝুঁকি মোকাবিলার বিষয়ে নানান ধরনের বিশেষ প্রশিক্ষণ। এই প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে গ্রাহকেরা সহজেই বুঝতে পারবেন অগ্নিকাণ্ডের ক্ষেত্রে কীভাবে সচেতন থাকতে হবে। অগ্নিকাণ্ডের সময় কীভাবে নিজেদের নিরাপদ রাখতে হবে এবং কী কী পদক্ষেপ গ্রহণ করতে হবে—এসব বিষয়ে গ্রাহকদের দিকনির্দেশনা দেবেন দক্ষ ও অভিজ্ঞ প্রশিক্ষকেরা।

ছবি: সংগৃহীত

তাই বাসাবাড়ি, কর্মক্ষেত্র বা শিল্পকারখানায় সেফমেটের বিভিন্ন পণ্য ব্যবহারের পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। অগ্নিনির্বাপক যন্ত্রে সেফমেট এমন একটি ব্র্যান্ড, যা থেকে গ্রাহকেরা পাচ্ছেন নিবেদিত কর্মী ও পরামর্শক। যেকোনো সময় গ্রাহকদের সব ধরনের প্রশ্ন ও জিজ্ঞাসার জবাব দিয়ে থাকেন প্রতিষ্ঠানটির প্রশিক্ষিত কর্মীরা। এ ছাড়া গ্রাহকেরা খুব সহজেই নিয়মিত বিষয়ভিত্তিক পরামর্শ পেয়ে যাবেন সেফমেট-কর্মীদের কাছ থেকে।

সেফমেটের বিভিন্ন পণ্য সম্পর্কে বিস্তারিত তথ্য এবং সেগুলো ব্যবহারের দিকনির্দেশনা জানতে ভিজিট করুন