রণেশ দাশগুপ্ত পাঠ প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ

রণেশ দাশগুপ্ত পাঠ প্রতিযোগিতার জাতীয় পর্যায়ের বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ করা হয়
ছবি: সংগৃহীত

সারা দেশে অনুষ্ঠিত রণেশ দাশগুপ্ত পাঠ প্রতিযোগিতার জাতীয় পর্যায়ের বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকেলে রাজধানীর শিল্পকলা একাডেমিতে এই আয়োজন করে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী।

এই অনুষ্ঠানে সেমিনারের আয়োজনও করা হয়। সেমিনারে ‘প্রগতি সাহিত্য চর্চার বাতিঘর রণেশ দাশগুপ্ত’ শিরোনামে মূল প্রবন্ধ উপস্থাপন করেন উদীচী কেন্দ্রীয় সংসদের সভাপতি অধ্যাপক বদিউর রহমান। তাঁর পক্ষে প্রবন্ধটি পাঠ করেন রণেশ দাশগুপ্ত পাঠ প্রতিযোগিতা প্রস্তুতি পরিষদের আহ্বায়ক ও উদীচী কেন্দ্রীয় সংসদের সহসভাপতি বেলায়েত হোসেন।

বদিউর রহমান বলেন, রণেশ দাশগুপ্তের পথচলা ছিল বিচিত্র। শিল্প-সাহিত্য চর্চা, সক্রিয় রাজনীতি, সংগঠন গড়ে তোলা, কারাভোগ, অনুবাদ করাসহ কোনো কিছুই যেন বাদ যায়নি তাঁর জীবন সংগ্রাম থেকে। বাদ গিয়েছে কেবল নিজের সুখ-শান্তি আর বিলাসীতার অধ্যায়। চির অকৃতদার রণেশ দাশগুপ্ত তাই হয়ে উঠেছেন নিখাঁদ জীবন সংগ্রামী।

এ ছাড়া অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সৈয়দ মোহাম্মদ সাহেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সৈয়দ আজিজুল হক, উদীচীর সাবেক সহসভাপতি রতন সিদ্দিকী এবং ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা ইয়ুথ কয়্যারের বাসুদেব হুই।

রণেশ দাশগুপ্ত পাঠ প্রতিযোগিতায় পাঁচটি বয়সভিত্তিক বিভাগে অংশ নেয় কয়েক হাজার প্রতিযোগী। তার মধ্যে জাতীয়ভাবে ‘ক’ বিভাগে (তৃতীয় থেকে পঞ্চম শ্রেণি) দুজন প্রথম স্থান অধিকার করেছে। তারা হলো রাজশাহীর অরুণিমা ধর এবং জামালপুরের রফাইদা আনজুম।

এই বিভাগে দ্বিতীয় স্থান অধিকার করেছে যৌথভাবে সাতজন। তারা হলো কুমিল্লার তাসনিম মোস্তফা ও নওরিন নাওয়ার, খুলনার কথা বৈরাগী ও তিশা দাশ, ময়মনসিংহের মাহুদীইয়া ইসলাম, মেহেরপুরের তানজীমা আফরোজা এবং মাগুরার মৃণ্ময়ী রহমান। এ ছাড়া তৃতীয় হয়েছে নেত্রকোনার আনিফা মহতাসিনা, মেহেরপুরের পূর্ণজ্যোতি পাল, সিলেটের সম্বাদি রায় এবং ময়মনসিংহের ফারহান হাসিন।

‘খ’ বিভাগে (ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি) জাতীয়ভাবে প্রথম হয়েছে গাইবান্ধার মোছা. নুসরাত জাহান। দ্বিতীয় হয়েছে নোয়াখালীর রামিসা ইবনাত। ময়মনসিংহের তানহা তাসনিয়া হোসেন তৃতীয় হয়েছে।

‘গ’ বিভাগে (নবম থেকে দশম শ্রেণি) প্রথম রংপুরের তানজিলা তাসনিম, দ্বিতীয় মানিকগঞ্জের অনুশ্রী রাজবংশী ও তৃতীয় হয়েছে নোয়াখালীর আনিকা ইবনাত।

‘ঘ’ বিভাগে প্রথম নেত্রকোনার আয়েশা ফাহমিদা, দ্বিতীয় নেত্রকোনার তানজিবা আফরিন ও তৃতীয় হয়েছে রাজশাহীর শৌমী আচার্য্য। এ ছাড়া উন্মুক্ত ‘ঙ’ বিভাগে প্রথম মাগুরার মিশু রাণী বিশ্বাস, দ্বিতীয় বরগুনার রীতা রাণী এবং যুগ্মভাবে তৃতীয় হয়েছে নেত্রকোনার হাফসা আক্তার এবং মাগুরার কৌশিক শরমা।