রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ
অন্তর্বর্তী পরিষদ পুনর্গঠন প্রশ্নে রুল, দুজন সদস্যের কার্যক্রম পরিচালনা স্থগিত
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের অন্তর্বর্তীকালীন পরিষদ পুনর্গঠনসংক্রান্ত প্রজ্ঞাপন কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে অন্তর্বর্তীকালীন পরিষদের দুজন সদস্যের কার্যক্রম পরিচালনা তিন মাসের জন্য স্থগিত করা হয়েছে।
এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ রোববার রুলসহ আদেশ দেন। যে দুজন সদস্যের কার্যক্রম পরিচালনায় স্থগিতাদেশ দেওয়া হয়েছে, তাঁরা হলেন প্রণতি রঞ্জন খীসা ও রাঙাবী তঞ্চঙ্গ্যা।
এর আগে গত বছরের ৭ নভেম্বর রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের অন্তর্বর্তীকালীন পরিষদ পুনর্গঠন করে প্রজ্ঞাপন করে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়। রাঙামাটি পার্বত্য জেলার ১০টি উপজেলা থেকে প্রতিনিধি না নেওয়া, হত্যা মামলার আসামি এবং একই পরিবারের একাধিক সদস্যকে নিয়ে জেলা পরিষদ পুনর্গঠনের অভিযোগ তুলে ৭ নভেম্বরের প্রজ্ঞাপনের বৈধতা নিয়ে গত জানুয়ারি মাসে রিটটি করা হয়। রাঙামাটির চার উপজেলাবাসীর পক্ষে আইনজীবী রাজীব চাকমাসহ চার ব্যক্তি রিটটি করেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. সুলতান উদ্দিন। রিট আবেদনকারীদের পক্ষে ছিলেন আইনজীবী নিকোলাস চাকমা। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তানিম খান।
পরে আদেশের বিষয়টি জানিয়ে আইনজীবী মো. সুলতান উদ্দিন প্রথম আলোকে বলেন, ১০টি উপজেলার প্রতিটি উপজেলা থেকে পরিষদে একজন প্রতিনিধি থাকার কথা। তবে ১৪ সদস্যের মধ্যে ৯ জনই রাঙামাটি সদর উপজেলার। বাকি পাঁচজনের তিনজন সংরক্ষিত। একজন হত্যা মামলার আসামি। হাইকোর্ট রুল দিয়ে দুজন (প্রণতি রঞ্জন খীসা ও রাঙাবী তঞ্চঙ্গ্যা) সদস্যের কার্যক্রম পরিচালনা তিন মাসের জন্য স্থগিত করেছেন। ফলে তাঁরা পরিষদের কার্যক্রম পরিচালনা করতে পারছেন না।