‘জি ফাইভ নিশ্চয়তা’ দেবে স্মার্ট ব্র্যান্ডের ফ্রিজ

ঘরের প্রয়োজনীয় অনুষঙ্গ ফ্রিজ কেনার সময় যাচাই-বাছাই করেই কেনা উচিত। যাঁরা যাচাই-বাছাই করে পণ্য কেনেন, তাঁদের আস্থা অর্জন করেছে স্মার্ট ব্র্যান্ডের ফ্রিজ। বাংলাদেশে জাপানের বিখ্যাত ব্র্যান্ড সনির অফিশিয়াল ডিস্ট্রিবিউটর স্মার্ট টেকনোলজিস বিডি লিমিটেড। চমৎকার ও উদ্ভাবনী সব ফিচার–সংবলিত স্মার্ট রেফ্রিজারেটর পূরণ করবে আপনার প্রয়োজনীয় সব চাহিদা।

বিশ্বজুড়ে এখন পরিবেশের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। তারই ধারাবাহিকতায় স্মার্টের ফ্রিজ সম্পূর্ণ পরিবেশবান্ধব। ‘ইকো ফ্রেন্ডলি’ ফিচার সংযোজনের কারণে পরিবেশের ওপর কোনো বিরূপ প্রভাব ফেলে না। সাধারণ ফ্রিজের দরজায় দুর্বল গ্লাস ব্যবহার করা হয়, যা রেফ্রিজারেটরকে সেভাবে সুরক্ষা দেয় না। কিন্তু স্মার্টের ‘টেম্পারড গ্লাস’ অন্যান্য গ্লাসের চাইতে দৃঢ় এবং টেকসই।

অনেকেই ফ্রিজের বিদ্যুৎ বিল নিয়ে টেনশনে থাকেন। সে ক্ষেত্রে ঘরে স্মার্টের রেফ্রিজারেটর সাধারণ রেফ্রিজারেটরের তুলনায় সর্বোচ্চ ৬০ শতাংশ বিদ্যুৎ সাশ্রয় করে। তাই মাস শেষে রেফ্রিজারেটর বাবদ কত টাকা বেশি বিল আসবে—এ হিসাব ব্যবহারকারীকে করতে হয় না। থাকা যায় চিন্তামুক্ত। অনেক সময় বিদ্যুতের ভোল্টেজ ওঠা-নামা করলে রেফ্রিজারেটরে সমস্যা দেখা দেয়।  কিন্তু স্মার্ট রেফ্রিজারেটর নিয়ে এমন চিন্তা একদমই করতে হবে না।  কারণ, এতে আছে ‘কম ভোল্টেজ অপারেশন’ সুবিধা। যা কম ভোল্টেজের সঙ্গে স্বয়ংক্রিয়ভাবে নিজেকে মানিয়ে নেয়।

স্মার্টের রেফ্রিজারেটর খুব দ্রুত ঠান্ডা হয়। কারণ, এতে আছে ‘ফাস্ট কুলিং’ সিস্টেম, যা খুব কম সময়ে রেফ্রিজারেটরে রাখা খাবারকে ঠান্ডা করে ফেলে। একই সঙ্গে এ ফ্রিজে রয়েছে ‘১০০ শতাংশ কপার কনডেনসার’ সিস্টেম। যা খাবারকে সতেজ রেখে আপনাকে উপহার দেবে সজীব জীবন।

খাবার তাজা রাখার পাশাপাশি গুণগত মানও ঠিক থাকে স্মার্টের রেফ্রিজারেটরে। কারণ, এতে রয়েছে ‘জি ফাইভ নিশ্চয়তা’। ‘জি ফাইভ’ বলা হচ্ছে, কারণ এতে রয়েছে পাঁচ ধরনের সেবার নিশ্চয়তা।

এক. জেনুইন পণ্য। এই ফ্রিজ টেকসই সব ম্যাটেরিয়াল দিয়ে প্রস্তুত।

দুই. জেনুইন দাম। যা আপনার সাধ্যের মধ্যেই নিজের সাধ পূরণ করবে।

তিন. জেনুইন সার্ভিস। অর্থাৎ এই ফ্রিজ দেবে আপনার কাঙ্ক্ষিত সেবা।

চার. জেনুইন প্যাশন। অর্থাৎ এ ফ্রিজের প্রযুক্তি ও ডিজাইন খুবই আধুনিক।

পাঁচ. জেনুইন কেয়ার। এই ফ্রিজ ব্যবহারকারীকে যথার্থ সেবাটি প্রদান করবে সংশ্লিষ্টরা।

স্মার্ট ব্র্যান্ডের ফ্রিজে রয়েছে ১০ বছরের কম্প্রেসর ওয়ারেন্টি, দুই বছর স্পেয়ার পার্টস সার্ভিস এবং পাঁচ বছরের বিক্রয়োত্তর সেবা। স্মার্ট ফ্রিজ মানেই তাজা খাবার আর সজীব জীবনের নিশ্চয়তা এবং কষ্টের টাকায় শ্রেষ্ঠ পণ্য। দেশের যেকোনো সনি-স্মার্ট শোরুমে পাওয়া যায় স্মার্ট ফ্রিজ। এ ছাড়া ঘরে বসেই অনলাইনে অর্ডার করতে ভিজিট করুন: https://www.sonysmart.com.bd.

প্রসঙ্গত, দেশের আইসিটি পণ্যের বাজারে শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড। তথ্যপ্রযুক্তি পণ্যের ৮৫টি বৈশ্বিক ব্র্যান্ডের দেশীয় পরিবেশক তারা। ২০২১ সালে জাপানের বহুজাতিক প্রতিষ্ঠান সনি করপোরেশনের সঙ্গে বাংলাদেশের বাজারে সনির ইলেকট্রনিকস পণ্য ও পরিষেবা বাজারজাত করার অনুমোদন পায় স্মার্ট। ২০২২ সালের এপ্রিল থেকে সনি-স্মার্টের যাত্রা শুরু হয়েছে। এদিকে টিভি, এসি, ওভেনের মতো কনজিউমার ইলেকট্রনিকস পণ্য বাজারজাতের পাশাপাশি অত্যাধুনিক প্রযুক্তি আর নজরকাড়া ডিজাইনের ফ্রিজ বাজারে এনেছে স্মার্ট। উন্নতমানের এসব ফ্রিজ এরই মধ্যে পৌঁছে গেছে দেশের নানা প্রান্তে। পদ্মা সেতু চালুর পর স্মার্টের ফ্রিজ এখন খুব দ্রুত সময়ে পরিবহন হচ্ছে দেশের দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা-উপজেলা ও গ্রাম-গঞ্জে।