রবির ব্যালেন্স দিয়ে নাগরিক সেবার ফি দেওয়া যাবে

সরকারি ইকোসিস্টেমে রবির সঙ্গে ডিওবি চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। কেক কেটে এই সুবিধার উদ্বোধন করা হয়ছবি: সংগৃহীত

মোবাইলের ব্যালেন্স দিয়ে সরকারি সার্টিফিকেশন বা প্রত্যয়ন এবং মাইগভ সেবার অর্থ পরিশোধ করার সুযোগ চালু হয়েছে। অ্যাসপায়ার টু ইনোভেট (এটুআই) ও রবির উদ্যোগে এ সেবা চালু হয়েছে। আজ বুধবার এটি উদ্বোধন হয়।

রবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রত্যয়ন এবং মাইগভ প্ল্যাটফর্মে নিবন্ধিত নাগরিকেরা রবির মোবাইল ব্যালেন্স ব্যবহার করে ঘরে বসেই সরকারি সেবার জন্য নির্ধারিত ফি দিয়ে দিতে পারবেন।

এ উদ্যোগ প্রসঙ্গে এটুআইয়ের প্রকল্প পরিচালক দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর বলেছেন, এমএফএস এবং এজেন্টভিত্তিক পেমেন্ট সুবিধা থাকা সত্ত্বেও গত এক দশক ধরে মোট জনসংখ্যার ১৮ শতাংশ ব্যাংকিং সেবার বাইরে অবস্থান করছে। তাই সরকারি ইকোসিস্টেমে মোবাইল অপারেটরদের সঙ্গে ডিওবি (ডিরেক্ট অপারেটর বিলিং) চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে নাগরিকের সময় ও যাতায়াত খরচ কমে আসবে।

রবির চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অফিসার সাহেদ আলম বলেন, ভবিষ্যতে এ উদ্যোগ অন্যান্য সরকারি সেবা প্রাপ্তি এবং স্মার্ট গভর্নমেন্ট বাস্তবায়নে সহায়তা করবে।