অবরোধে রাতে পণ্যবাহী যানবাহন চলাচল বেড়েছে

নারায়ণগঞ্জ জেলার মানচিত্র

বিএনপির ডাকা টানা তিনদিনের অবরোধ কর্মসূচির প্রথমদিন মঙ্গলবার সন্ধ্যার পর থেকে নারায়ণগঞ্জে কাভার্ডভ্যানসহ বিভিন্ন পণ্যবাহী যানবাহন চলাচল বেড়েছে।

মঙ্গলবার রাত থেকে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে কাভার্ডভ্যান, ট্রাক, পিকআপ, মাইক্রোবাসসহ বিভিন্ন যানবাহন চলাচল করতে দেখা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, অবরোধ কর্মসূচির প্রথমদিন মঙ্গলবার সকাল থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দূরপাল্লার বাস তুলনামূলক কম চলাচল করতে দেখা গেছে। সন্ধ্যার পর থেকে মহাসড়কে পণ্যবাহী কাভার্ডভ্যান, ট্রাক, পিকআপ, মাইক্রোবাস চলাচল বাড়তে থাকে।

মিজমিজি এলাকার বাসিন্দা খোকা মিয়া প্রথম আলোকে বলেন, দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে। তবে মালবাহী কাভার্ডভ্যান, ট্রাক ও স্থানীয় গণপরিবহন চলাচল কিছুটা বেড়েছে।

সাইনবোর্ড এলাকায় অবস্থিত চৌরঙ্গী ফিলিং স্টেশনের কর্মচারী বিদ্যুৎ সাহা বলেন, মহাসড়কে দিনের চেয়ে রাতের বেলায় পণ্যবাহী কাভার্ডভ্যান, ট্রাকসহ গাড়ি চলাচল বেড়েছে। তবে অন্যদিনের তুলনায় গাড়ি কম চলাচল করছে।

কাঁচপুর হাইওয়ে থানার শিমরাইল ক্যাম্পের পরিদর্শক মো. শরফুদ্দিন বলেন, দূরপাল্লার যানবাহন কম চলাচল করছে। তবে পণ্যবাহী কাভার্ডভ্যান, ট্রাক, পিকআপসহ বিভিন্ন যানবাহন চলাচল করছে। মহাসড়কের নিরাপত্তায় পুলিশের টহল রয়েছে। কোথাও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।