ভোট গ্রহণের ৪৬ ঘণ্টা পর গণনা শুরু

আইনজীবী সমিতির বর্ধিত ভবনে মিলনায়তনে ভোট গণনা চলছে। ঢাকা, ৯ মার্চছবি: প্রথম আলো

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে ভোট গ্রহণ শেষ হওয়ার প্রায় ৪৬ ঘণ্টা পরে গণনা শুরু হলো। আজ শনিবার বেলা তিনটার দিকে সমিতি ভবনের মিলনায়তন ও তিনটি হলরুমে একযোগে ভোট গণনা শুরু হয়।

ভোট গ্রহণ শেষে গত বৃহস্পতিবার দিবাগত রাতেই ভোট গণনা করা হবে কি না, এ নিয়ে কয়েকজন প্রার্থীর মধ্যে মতবিরোধের জের ধরে রাতে হট্টগোল ও গতকাল শুক্রবার ভোরে মারধরের ঘটনার প্রেক্ষাপটে ভোট গণনা আটকে যায়।

আজ সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে প্রবেশপথে বিপুলসংখ্যক পুলিশ সদস্যের উপস্থিতি দেখা যায়। পরিচয় নিশ্চিত হওয়ার পর আগত ব্যক্তিদের ভেতরে প্রবেশের অনুমতি দেওয়া দেওয়া হচ্ছে। সমিতি ভবনে প্রবেশেও কড়াকড়ি আরোপ করা হয়েছে।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (২০২৪-২৫) নির্বাচনে ৬ ও ৭ মার্চ ভোট গ্রহণ হয়। দুদিন সকাল ১০টা থেকে মাঝে দুপুরে এক ঘণ্টা বিরতি দিয়ে বিকেল পাঁচটা পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

বেলা সাড়ে তিনটার দিকে সুপ্রিম কোর্ট আইনজীবী ভবনের হলরুমগুলো ঘুরে দেখা যায়, ভোট গণনা চলছে। নির্বাচন পরিচালনাসংক্রান্ত উপকমিটির সদস্য শেখ এ কে এম মনিরুজ্জামান কবীর প্রথম আলোকে বলেন, ‘বেলা তিনটা থেকে সমিতির মিলনায়তনে ও তিনটি হলরুমে একযোগে ভোট গণনা চলছে।’

চাপ সৃষ্টি করে লিখিত দিতে বাধ্য করা হয়

নির্বাচন পরিচালনা উপকমিটির আহ্বায়ক জ্যেষ্ঠ আইনজীবী আবুল খায়ের আজ লিখিত বক্তব্যে বলেন, ‘একটি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি করে ভোট গণনার আগেই দুঃখজনকভাবে বহিরাগত মাস্তান শ্রেণি কর্তৃক আমার ওপর চাপ সৃষ্টি করে লিখিত দিতে বাধ্য করা হয়। যদিও তা অর্থহীন ঘোষণা, তবুও কূটতর্ক নিরসনের স্বার্থে সংশ্লিষ্ট সবাইকে তা “ইগনোর” করার জন্য অনুরোধ করা হলো। ভোট গণনা করেই ফলাফল ঘোষণা করা হবে।’

এর আগে বৃহস্পতিবার দিবাগত রাতে হট্টগোল ও গতকাল ভোরে মারধরের ঘটনার পর নির্বাচন পরিচালনা-সংক্রান্ত উপকমিটির আহ্বায়ক জ্যেষ্ঠ আইনজীবী আবুল খায়েরের বক্তব্যের একটি ভিডিও ক্লিপ ছড়িয়ে পড়ে। এতে দেখা যায়, সমিতির মিলনায়তনে তিনি বলেছেন, ‘শুধুমাত্র নাহিদ সুলতানা (যুথী) সম্পাদক প্রার্থী উপস্থিত ছিলেন। তাই তাঁকে সম্পাদক পদে নির্বাচিত ঘোষণা করা হলো।’

আরও পড়ুন
আরও পড়ুন