বাংলা ভাষায় দরকারি কয়েকটি অ্যাপ

‘বিশ্বজগৎ দেখব আমি আপন হাতের মুঠোয় পুরে’—কবির এই কথাটির যেন প্রতিফলন ঘটেছে মোবাইল অ্যাপ্লিকেশন বা অ্যাপে। নিজের ভাষায় এসব অ্যাপ ব্যবহারে অনেকেই স্বাচ্ছন্দ্য বোধ করেন। তাই প্রযুক্তির নানা উৎকর্ষতার সঙ্গে সঙ্গে বর্তমানে বাংলা ভাষায়ও নানা দরকারি অ্যাপস পাওয়া যায়।

প্রতিদিনের নানা কাজের ক্ষেত্রেও বর্তমানে অনেকেই নানা ধরনের অ্যাপ ব্যবহারে অভ্যস্ত। সেই তালিকায় বাংলা ভাষার অ্যাপগুলো নিত্যদিনের কাজে বেশ সহায়ক হতে পারে। বিশেষত প্রাত্যহিক জীবনের সঙ্গে যুক্ত বিষয়ভিত্তিক বাংলা অ্যাপগুলো আমাদের নানা কাজে লাগছে। আসুন, জানা যাক বাংলা ভাষার দরকারি কয়েকটি অ্যাপের কথা—

‘ছাদে বাগান করার সহজ পদ্ধতি’

অনেকেরই বাগান করার শখ থাকে। কিন্তু শহুরে জীবনে পর্যাপ্ত জায়গার অভাবে সেই শখ পূরণ করা সম্ভব হয় না। তাই অনেকেই বেছে নেন বাড়ির ছাদকে। বর্তমানে বড় বড় ভবনের ছাদে চোখে পড়ে খণ্ড খণ্ড সবুজ। ফুল, ফল থেকে শুরু করে সবজি চাষে অনেকেই ব্যবহার করছেন নিজের বাড়ির ছাদ। কিন্তু শুধু ছাদ থাকলেই তো বাগান করা হয় না, প্রয়োজন হয় বাগান করার জন্য সঠিক জ্ঞান। সে জন্যই ছাদবাগানের খুঁটিনাটি নিয়ে রয়েছে অ্যাপ ‘ছাদে বাগান করার সহজ পদ্ধতি’। অ্যাপটিতে থাকা প্রাথমিক ও বিস্তারিত নানা তথ্যাদি পড়ে যে কেউই শুরু করে দিতে পারেন নিজের ছাদবাগানের কাজ।

ছাদবাগান করতে চাইলে কী করতে হবে, কোন ধরনের টব লাগবে, মাটি সংগ্রহের উপায়, কী ধরনের গাছ কীভাবে লাগাতে হবে—এসব বিস্তারিত পাওয়া যাবে অ্যাপটিতে। অ্যান্ড্রয়েড ডিভাইস উপযোগী অ্যাপটি পাওয়া যাবে https://t.ly/G5sc ঠিকানায়।

‘নির্মাণে আমি’

জীবনে কম-বেশি সবারই স্বপ্ন থাকে নিজের একটা বাড়ির। কিন্তু অভিজ্ঞতা না থাকায় কীভাবে শুরু করবেন, সে বিষয়ে অনেকেই সঠিক পরিকল্পনা করতে পারেন না। গুণগত মান বজায় রেখে দীর্ঘস্থায়ী বাড়ি নির্মাণ ও রক্ষণাবেক্ষণের বিষয় নিয়ে বাংলা ভাষায় রয়েছে অ্যাপ। বিশেষ করে যাঁরা দীর্ঘদিনের কষ্টার্জিত অর্থ দিয়ে নিজের পছন্দের একটি বাড়ি করতে চান, তাঁদের জন্য অ্যাপটি বেশ সহায়ক হতে পারে।

বাড়ি তৈরির যাবতীয় তথ্য ও প্রয়োজনীয় দিকনির্দেশনা সংবলিত অ্যাপটির নাম ‘শাহ্ সিমেন্ট নির্মাণে আমি’। পছন্দসই জায়গা পেলেই হয় না, সেখানে পছন্দসই বাড়ি নির্মাণে বেশ ঝক্কি পোহাতে হয় শুধু এ–সংক্রান্ত বিস্তারিত তথ্য না জানার ফলে। বাড়ি তৈরির আগে যেমন প্রয়োজন হয় সঠিক পরিকল্পনার, তেমনি নির্মাণসামগ্রীর সঙ্গে যুক্ত পণ্য সম্পর্কেও নানা ধরনের তথ্য জানা থাকা জরুরি।

‘নির্মাণে আমি’ অ্যাপটিতে বাড়ি নির্মাণ ব্যবস্থাপনা, নির্মাণসামগ্রী ও সতর্কতা ইত্যাদি বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত রয়েছে। অ্যাপটির অন্যতম বৈশিষ্ট্য হলো প্রতিটি পর্যায়ের জন্য রয়েছে আলাদা আলাদা ভিডিও। অ্যাপটি ব্যবহার করে একজন নির্মাতা বাড়ি নির্মাণবিষয়ক তথ্য এবং দিকনির্দেশনা দেখতে পারবেন।

বাড়ি তৈরির প্রয়োজনীয় পরামর্শ হাতের মুঠোয় পেতে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা গুগল প্লে স্টোর (https://tinyurl.com/62ms3ysk) থেকে এবং আইফোন ব্যবহারকারীরা অ্যাপল স্টোর থেকে (https://tinyurl.com/22uunuuv) ডাউনলোড করে নিতে পারেন ‘নির্মাণে আমি’ অ্যাপটি।

‘লিখন’

ছবি তোলার অন্যতম উদ্দেশ্য এখন সামাজিক যোগাযোগমাধ্যমে তা শেয়ার করা। আবার অনেকেই চান এসব ছবির মধ্যেই পছন্দের নানা ধরনের লেখা জুড়ে দিয়ে বন্ধুদের চমকে দিতে। নিজের সৃজনশীলতাকে সবার কাছে তুলে ধরার ক্ষেত্রে এমন করার ব্যাপারে অনেকেরই আগ্রহ আছে। তাঁদের জন্যই বাংলা লেখার একটি সহজ অ্যাপ ‘লিখন’।

মূলত নিজে ছবি তুলে বা বিভিন্ন ধরনের ছবিতে বাংলায় নিজের কথা, কবিতার লাইন, বিখ্যাত ব্যক্তিদের উক্তি, মন্তব্য ইত্যাদি লিখে সেটি শেয়ার করার জন্য দারুণ কার্যকর এ অ্যাপটি। পছন্দসই ছবির সঙ্গে পছন্দের রং দিয়ে বাংলা লেখার সুবিধাযুক্ত অ্যাপটিতে নিজের মতো করে ছবি বা লেখা সম্পাদনা করা যায়। পাশাপাশি বর্তমানে ইন্টারনেটে থাকা নানা ধরনের বাংলা ফ্রন্টও ব্যবহার করা যায় এতে।
অ্যান্ড্রয়েড ডিভাইসের জন্য অ্যাপটি https://t.ly/GtfI ঠিকানায় পাওয়া যাবে।

‘বাংলা বর্ণমালা’

শিশুসন্তানকে বর্তমানে মুঠোফোন থেকে দূরে রাখা বেশ দুরূহ হয়ে পড়েছে। তাই মুঠোফোনটিকেই এখন শিশুদের শেখার যন্ত্র হিসেবে ব্যবহার করা সম্ভব। শিশুদের জন্য এমন বর্ণমালা শেখার দারুণ একটি অ্যাপ ‘বাংলা বর্ণমালা’।

সহজ ছবির মাধ্যমে প্রতিটি অক্ষরকে আলাদা আলাদা বর্ণনা করা হয়েছে অ্যাপটিতে। অক্ষরের সঙ্গে রয়েছে সংশ্লিষ্ট ছবি। আকর্ষণীয় এসব ছবির মাধ্যমে অক্ষর শেখাটাও বেশ আনন্দের হবে যেকোনো শিশুর জন্য।

এ ছাড়া রয়েছে আলাদা সংখ্যার মাধ্যমে শেখার নানা উপকরণ। প্রতিটি অক্ষর ও সংখ্যার সঙ্গে রয়েছে আলাদা উচ্চারণ, যা শিশুদের অক্ষর শুনে শুনে শিখতেও সহায়তা করতে পারে।
অ্যাপটি বিনা মূল্যে অ্যান্ড্রয়েড ডিভাইসে ডাউনলোড করে নিতে পারেন https://t.ly/egay ঠিকানা থেকে।

‘ঔষধি গাছের গুণাগুণ’

প্রাচীনকাল থেকেই নানা ধরনের ঔষধি গাছ নিয়ে যেমন গবেষণা চলছে, তেমনি এসব গাছ মানুষের নানা রোগের ওষুধ হিসেবেও কাজে লেগেছে। গবেষকেরাও নানা ধরনের ঔষধি গাছের বিভিন্ন প্রয়োজনীয় দিকের কথা তুলে ধরছেন নানাভাবে। এ কাজটিই এবার সহজে হাতের মুঠোয় পাওয়া যাবে ‘ঔষধি গাছের গুণাগুণ’ অ্যাপে।

অর্জুন, উলটকম্বল, থানকুনি, ধুতরা, বহেরা, পুদিনা, নিম ইত্যাদি গাছের পরিচিতি থেকে শুরু করে কোন গাছের কী কী ধরনের ঔষধি গুণ রয়েছে, সে সম্পর্কে বিস্তারিত জানা যাবে অ্যাপটিতে। প্রতিটি গাছের উপকারিতা ও নির্দিষ্টভাবে কোন কোন রোগের জন্য কোন ধরনের ঔষধি গাছ কাজে লাগে, সেটির বিস্তারিত রয়েছে এ অ্যাপে। গাছ চেনার জন্য প্রতিটি গাছের বর্ণনার সঙ্গে রয়েছে ছবিও।
বাংলা ভাষায় এই অ্যাপটি পাওয়া যাবে https://t.ly/kI_2 ঠিকানায়।

‘বাঙালি রান্না’

ভোজনপিপাসু বাঙালিদের বিভিন্ন মুখরোচক খাবারের প্রতি আগ্রহ যুগ যুগ ধরে। পাশাপাশি অনেকেই নানা ধরনের খাবারের রেসিপি অনুসরণ করে তৈরি করেন সুস্বাদু সব খাবার। এসব খাবারের রেসিপি পেতে চাইলে মুঠোফোনেই ডাউনলোড করে নিতে পারেন রেসিপির অ্যাপ। সম্পূর্ণ বাংলা ভাষায় থাকা ‘বাঙালি রান্না’ নামের অ্যাপটিতে ৯টি ক্যাটাগরিতে রয়েছে নানা ধরনের রেসিপি সম্পর্কে বিস্তারিত।

ভাত, মাছ, সবজি, আচার, পানীয়, নাশতার নানা ধরনের রেসিপি ছাড়া অ্যাপটিতে রয়েছে রান্নাবিষয়ক নানা টিপস। সবজি ও মাংসের খিচুড়ি থেকে শুরু করে অ্যাপটিতে রয়েছে কোয়েল পাখির ডিম দিয়ে বিরিয়ানি, বিভিন্ন ধরনের পিঠার রেসিপি ও রান্নার বিস্তারিত পদ্ধতি।

অ্যান্ড্রয়েড ডিভাইস উপযোগী অ্যাপটি পাওয়া যাবে https://t.ly/hwbT ঠিকানায়।