অতিথিদের মধ্যে আরও যাঁরা উপস্থিত ছিলেন

প্রথম আলোর রজতজয়ন্তী উপলক্ষে ঢাকার র‌্যাডিসন হোটেলে আয়োজিত সুধী সমাবেশে অতিথিদের একাংশ
ছবি: প্রথম আলো

প্রথম আলোর রজতজয়ন্তী উপলক্ষে গতকাল শুক্রবার ঢাকার র‌্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেনের গ্র্যান্ড বলরুমে বসেছিল আনন্দ আড্ডা। বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ উপস্থিত হন এই সুধী সমাবেশে। এসেছিলেন মন্ত্রী, রাজনীতিক, সরকারি-বেসরকারি বর্তমান ও সাবেক কর্মকর্তা, বিদেশি কূটনীতিক, শিক্ষাবিদ, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, ব্যবসায়ী, মানবাধিকারকর্মী, নারীনেত্রী, শিল্প, সাহিত্য, সংস্কৃতি, গণমাধ্যমসহ বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্টজনেরা।

শিক্ষক, উপাচার্য, বিশ্ববিদ্যালয়ের উদ্যোক্তা

শিক্ষাবিদ, শিক্ষক ও উপাচার্য এবং বিশ্ববিদ্যালয়ের উদ্যোক্তাদের মধ্যে ছিলেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক মনজুর আহমদ, বুয়েটের সাবেক অধ্যাপক মোহাম্মদ কায়কোবাদ, অধ্যাপক আসিফ নজরুল, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আতিকুল ইসলাম, ব্র্যাক ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য সৈয়দ মাহফুজুল আজিজ, ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস, অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজির উপাচার্য আবদুর রব, শান্ত–মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান মোস্তাফিজুল হক, ইস্টার্ন ইউনিভার্সিটির উপাচার্য সহিদ আকতার হুসাইন, বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির উপাচার্য মো. ফৈয়াজ খান, দ্য ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের উপাচার্য কামরুল আহসান, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য আবুল কাসেম মিয়া, অধ্যাপক সৈয়দ আজিজুল হক, ফেরদৌস আজিম, তারিক মনজুর প্রমুখ।

ব্যবসায়ী

অনুষ্ঠানে ব্যবসায়ীদের মধ্যে উপস্থিত ছিলেন জিপিএইচ ইস্পাতের চেয়ারম্যান মো. আলমগীর কবির, প্রাণ–আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও সিইও আহসান খান চৌধুরী, বেঙ্গল ফাউন্ডেশনের চেয়ারম্যান আবুল খায়ের, অ্যাপেক্স ফুটওয়্যারের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সৈয়দ নাসিম মঞ্জুর, হাতিলের পরিচালক সফিকুর রহমান, এডিসন গ্রুপের চেয়ারম্যান আমিনুর রশিদ, ক্রিডেন্স হাউজিংয়ের ব্যবস্থাপনা পরিচালক জিল্লুল করিম, মাস্টার কার্ডের কান্ট্রি ম্যানেজার সৈয়দ কামাল, কাজী ফার্মস গ্রুপের প্রতিষ্ঠাতা কাজী জাহেদুল হাসান, রিহ্যাবের সাবেক সভাপতি তানভীরুল হক, ঢাকা চেম্বারের সাবেক সভাপতি রিজওয়ান রহমান, বিজিএপিএমইএর সাবেক সভাপতি রাফেজ আলম চৌধুরী, ইউনাইটেড গ্রুপের চেয়ারম্যান মঈন উদ্দিন হাসান রশিদ, ব্র্যাকের ব্যবস্থাপনা পরিচালক (এন্টারপ্রাইজ) তামারা হাসান আবেদ, ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ্, সামিট গ্রুপের লতিফ খান, ইউনিভার্সেল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের এমডি আশীষ কুমার চক্রবর্তী, এসিআই ফরমুলেশনের এমডি সুস্মিতা আনিস, আনোয়ার ল্যান্ডমার্কের প্রধান নির্বাহী ফাসিউল মওলা, নাবিল গ্রুপের এমডি আমিনুল ইসলাম, রূপায়ন গ্রুপের ভাইস চেয়ারম্যান সাইফ আলী খান, ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান ও এমডি গোলাম মোহাম্মদ আলমগীর, ওয়ার্টসিলা বাংলাদেশের এমডি জিল্লুর রহিম, সিটি গ্রুপের পরিচালক মো. হাসান প্রমুখ।

প্রথম আলোর রজতজয়ন্তী উপলক্ষে ঢাকার র‌্যাডিসন হোটেলে আয়োজিত সুধী সমাবেশে অতিথিদের একাংশ
ছবি: প্রথম আলো

অর্থনীতিবিদ

অর্থনীতিবিদদের মধ্যে ছিলেন বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের সাবেক মুখ্য অর্থনীতিবিদ জাহিদ হোসেন, বিআইডিএসের সাবেক মহাপরিচালক মোস্তফা কে মুজেরী, সিপিডির বিশেষ ফেলো মোস্তাফিজুর রহমান ও গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম এবং সানেমের নির্বাহী পরিচালক সেলিম রায়হান।

করপোরেট ব্যক্তিত্ব

করপোরেট ব্যক্তিত্বদের মধ্যে ছিলেন ইউনিলিভার বাংলাদেশের চেয়ারম্যান ও এমডি জাভেদ আখতার, সাবেক চেয়ারম্যান কামরান বাকার, গ্রামীণফোনের সিইও ইয়াসির আজমান, র‌্যাংগ্‌স প্রোপার্টিজের এমডি মাশিদ রহমান, নেস্‌লে বাংলাদেশের এমডি দীপাল আবেউইক্রেমা ও লিনডে বাংলাদেশের এমডি বিভাবসু সেন গুপ্ত, আরএফএলের এমডি রথীন্দ্র নাথ পাল, টিভিএস অটোর সিইও বিপ্লব কুমার রায়, এসিআই মোটরসের নির্বাহী পরিচালক সুব্রত রঞ্জন দাস।

আরও উপস্থিত ছিলেন ইলেকট্রোমার্টের উপব্যবস্থাপনা পরিচালক নুরুল আবছার, যমুনা ইলেকট্রনিকসের পরিচালক সেলিম উল্লাহ, ওরিয়ন ইলেকট্রনিকসের পরিচালক আবু তারেক জিয়া চৌধুরী, গ্রুপ এমের এমডি মোরশেদ আলম, মিডিয়াকমের প্রধান পরিচালন কর্মকর্তা অজয় কুমার কুন্ড, হাভাস মিডিয়ার এমডি মাজহারুল হক, ইসকেমির রিজিওনাল ডিরেক্টর (সাউথ এশিয়া) জশুয়া অধিকারী, শাহ্‌ সিমেন্টের বিপণন প্রধান মোহাম্মদ খলিল, বিক্রয়ের সিইও ঈশিতা শারমিন, এইচটিটিপুল পার্টনার ডিরেক্টর মুনাফ মজিব চৌধুরী, স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের পরিচালক (মার্কেটিং) মোহাম্মদ আতিকুজ্জামান।

ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান

ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও বিমা খাতের ব্যক্তিত্বদের মধ্যে ছিলেন ওয়ান ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এ এস এম শহীদুল্লাহ খান, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের (এমটিবি) এমডি মাহবুবুর রহমান, ব্র্যাক ব্যাংকের এমডি সেলিম আর এফ হোসেন ও ভাইস চেয়ারম্যান ফারুক মইনউদ্দীন, সিটি ব্যাংকের চেয়ারম্যান আজিজ আল কায়সার ও এমডি মাসরুর আরেফিন, সাউথ–বাংলা ব্যাংকের এমডি হাবিবুর রহমান, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের সিইও নাসের এজাজ বিজয়, পদ্মা ব্যাংকের চেয়ারম্যান চৌধুরী নাফিস শরাফত, আইপিডিসির এমডি মমিনুল ইসলাম, আইডিএলসির এমডি এম জামাল উদ্দিন, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের এমডি সৈয়দ ওয়াসেক মো. আলী, মেট লাইফের প্রধান নির্বাহী আলা আহমেদ, মিডল্যান্ড ব্যাংকের এমডি আহসান-উজ-জামান, আইএফআইসি ব্যাংকের এমডি শাহ আলম সারওয়ার, শাহ্‌জালাল ব্যাংকের এমডি মোসলেহ উদ্দিন আহমেদ, সোনালী ব্যাংকের এমডি আফজাল করিম, জনতা ব্যাংকের এমডি আবদুল জব্বার, অগ্রণী ব্যাংকের এমডি মুরশেদুল কবীর, এনআরবিসি ব্যাংকের চেয়ারম্যান পারভেজ তমাল, ঢাকা ব্যাংকের ডিএমডি আখলাকুর রহমান ও ইউনিয়ন ব্যাংকের ডিএমডি শফিউদ্দিন আহমেদ, দ্য প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এম রিয়াজুল করিম, মিডল্যান্ড ব্যাংকের এমডি আহসান-উজ জামান।

সংস্কৃতিজন ও সাংবাদিক

সংস্কৃতিজন, শিল্পী, নির্মাতা ও সাংবাদিকদের মধ্যে ছিলেন তারিক আনাম খান, নিমা রহমান, পিপলু আর খান, আফসানা মিমি, মডেল নোবেল, বিদ্যা সিনহা মিম, মিথিলা, নবনীতা চৌধুরী, কোনাল, ইমরান, কনা, জান্নাতুল পিয়া, গিয়াস উদ্দিন সেলিম, শিহাব শাহীন প্রমুখ।
সাংবাদিক ও গণমাধ্যম ব্যক্তিত্বদের মধ্যে ছিলেন শাইখ সিরাজ, মনজুরুল আহসান বুলবুল, নাসিমুন আরা হক, ফরিদা ইয়াসমিন, সৈয়দ আশফাকুল হক প্রমুখ।
অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন আলোকচিত্রী শহিদুল আলম, লেখক মহিউদ্দিন আহমদ, মোরশেদ শফিউল হাসান, বেঙ্গল ফাউন্ডেশনের মহাপরিচালক লুভা নাহিদ চৌধুরী, আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য তারিক সুজাত, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, বিআইপির সাধারণ সম্পাদক এস এম মেহেদী আহসান, পুলিশের বিশেষ শাখার সাবেক অতিরিক্ত মহাপরিদরশক মো. মাহবুবুর রহমান, ডিএমপির উপ কমিশনার (গণমাধ্যম ও জনসংযোগ) মো. ফারুক হোসেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের (অঞ্চল–৫) আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মোতাকাব্বীর আহমেদ।