সংসদ উপনেতা মতিয়া চৌধুরী

মতিয়া চৌধুরী
ফাইল ছবি

সরকারি দলের জ্যেষ্ঠ সংসদ সদস্য মতিয়া চৌধুরীকে সংসদ উপনেতা মনোনীত করেছে আওয়ামী লীগ। আজ বৃহস্পতিবার রাতে জাতীয় সংসদ ভবনে আওয়ামী লীগের সংসদীয় দলের সভায় এ সিদ্ধান্ত হয়।

সভা শেষে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী হাছান মাহমুদ সাংবাদিকদের এ তথ্য জানান। চলতি সংসদে সংসদ উপনেতা ছিলেন সৈয়দা সাজেদা চৌধুরী। তাঁর মৃত্যুতে পদটি ফাঁকা হয়।

বৈঠক–সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সংসদ উপনেতা পদে মতিয়া চৌধুরীর নাম প্রস্তাব করেন। জাতীয় সংসদের চিফ হুইপ ও আওয়ামী লীগের সংসদীয় দলের সম্পাদক নূর–ই–আলম চৌধুরী তা সমর্থন করেন। এখন এ সিদ্ধান্ত স্পিকারকে জানানোর পর মতিয়া চৌধুরীকে সংসদ উপনেতা হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়া হবে। এরপর সংসদ সচিবালয় এ–সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করবে।

সংসদ সদস্যদের নিয়ে প্রতিবেদন প্রধানমন্ত্রীর হাতে

সংশ্লিষ্ট সূত্র জানায়, বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বর্তমান সংসদ সদস্যদের অবস্থা নিয়ে প্রতিবেদন তাঁর হাতে আছে। যাঁরা ভালো কাজ করছেন, মানুষ যাঁদের পছন্দ করে, তাঁরা আগামী নির্বাচনে মনোনয়ন পাবেন। আর যাঁরা জনবিচ্ছিন্ন, যাঁদের নিয়ে সমালোচনা আছে, মানুষ যাঁদের পছন্দ করছে না, তাঁরা আগামী নির্বাচনে দলের মনোনয়ন পাবেন না। তিনি সংসদ সদস্যদের সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের কথা এলাকায় তুলে ধরা এবং বিএনপির অপপ্রচারের কথা তুলে ধরার নির্দেশ দেন।

সভায় সংসদ সদস্যদের কেউ কেউ নির্বাচনের আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যেক জেলায় সফর করার অনুরোধ করেন। কেউ কেউ অভিযোগ করেন, মন্ত্রীরা উন্নয়নকাজের ক্ষেত্রে সব এলাকাকে সমান গুরুত্ব দেন না। মন্ত্রীদের নিজের এলাকা এ ক্ষেত্রে প্রাধান্য পায়। উন্নয়ন কর্মকাণ্ড সমভাবে সব এলাকায় বণ্টন করার দাবি জানান তাঁরা। কেউ কেউ আপাতত বড় প্রকল্প হাতে না নিয়ে চলমান প্রকল্পগুলো শেষ করা এবং বিভিন্ন এলাকায় যেসব রাস্তাঘাট সংস্কার প্রয়োজন, নির্বাচনের আগে সেগুলো মেরামতের দিকে নজর দেওয়ার পরামর্শ দেন।

সভা শেষে হাছান মাহমুদ বলেন, সংসদীয় দলের সভায় সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদ সদস্যদের সরকারের উন্নয়ন কর্মকাণ্ড প্রচার করার নির্দেশনা দিয়েছেন।