অর্থনীতিবিদ ওয়াহিদউদ্দিন মাহমুদের ফেসবুক ‘হ্যাকড’

অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ
ফাইল ছবি: প্রথম আলো

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা অর্থনীতিবিদ ওয়াহিদউদ্দিন মাহমুদের ফেসবুক অ্যাকাউন্ট ‘হ্যাকড’ হয়েছে। এ তথ্য জানিয়ে মঙ্গলবার রাজধানীর ধানমন্ডি মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি।

জিডিতে অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন, সম্ভবত গত রোববার ফেসবুক অ্যাকাউন্টটি নিয়ন্ত্রণে নিয়েছে হ্যাকাররা। ওই দিন ফেসবুকের লোগো–সংবলিত একটি হোয়াটসঅ্যাপ নম্বর থেকে যাচাই কোড চেয়ে একটি কল আসে। এরপর মঙ্গলবার ফেসবুক অ্যাকাউন্টে প্রবেশ করতে গেলে পাসওয়ার্ড কাজ করছিল না। ‘ফরগট পাসওয়ার্ড’ অপশনে গেলে দুটি ই–মেইল দেখায়, যেগুলোর কোনোটিই তাঁর নয়।

বিশিষ্ট এই অর্থনীতিবিদ জিডিতে জানান, ওয়াহিদউদ্দিন মাহমুদ নামের এই ফেসবুক অ্যাকাউন্টে ৪ হাজার ৬০০–এর বেশি বন্ধু এবং ১১ হাজার ৯৪৩ জনের মতো অনুসারী আছে।