সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

শুভ সকাল। আজ ১৪ মে, মঙ্গলবার। গতকাল সোমবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।

হাসপাতালে লিফট আটকে রোগীর মৃত্যু ‘ধাক্কাধাক্কিতে দরজা কাজ না করায়’

গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের লিফটে আটকা থেকে রোগীর মৃত্যু হয়েছে
ছবি: প্রথম আলো

গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের লিফটে আটকে থেকে রোগী মৃত্যুর ঘটনা স্বাস্থ্য অধিদপ্তরকে চিঠি দিয়ে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। চিঠিতে ‘লিফটে আটকে পড়া রোগীসহ লোকজন দরজা ধাক্কাধাক্কি করায় লিফটের দরজার নিরাপত্তাব্যবস্থা কাজ করেনি’ বলে দাবি করা হয়েছে।
বিস্তারিত পড়ুন...

ঘর না পেয়ে এলাকা ছাড়ল জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া শিশুশিল্পী ফারজিনার পরিবার

জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া সুনামগঞ্জের শিশু ফারজিনা আক্তার ও তার পরিবারের সদস্যরা। সোমবার সকালে সুনামগঞ্জ পৌর শহরের বাস টার্মিনালে
ছবি: খলিল রহমান

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওরের দুর্গম এক গ্রামের হতদরিদ্র পরিবারের মেয়ে ফারজিনা আক্তার (৯)। তাদের জমি নেই, নেই ঘর। জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়ার পর ফারজিনা স্বপ্ন দেখে পুরস্কারের টাকায় হাওরপাড়ে ঘর বানানোর। শিশুটির স্বপ্নপূরণে কিছু জমি দেয় সরকার। সেখানে ঘর করার জন্য অর্থও বরাদ্দ হয়। কিন্তু ছয় মাস হতে চললেও মাথা গোঁজার ঘর আর হয়নি। ঘরের জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে ঘুরতে ঘুরতে অতিষ্ঠ ফারজিনার বাবা মো. সায়েম। ক্ষোভ-অভিমানে শেষ পর্যন্ত পুরো পরিবার নিয়ে এলাকা ছাড়লেন তিনি। বিস্তারিত পড়ুন...

দেশে অর্থনীতির সংকট ও পশ্চিমা ষড়যন্ত্রের নবতত্ত্ব

গত দু-এক মাসে প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী সংকটের কারণ ব্যাখ্যায় নানা রকম নবতত্ত্বের অবতারণা করে যাচ্ছেন। সরকারি নীতিপ্রণেতাদের ব্যর্থতা আড়ালের কৌশল হিসেবেই পশ্চিমের ওপর এই দোষারোপ—তা ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন অনুভব করছি। বিস্তারিত পড়ুন...

পিছু হটে আবার সংগঠিত হচ্ছে হামাস, জবাব দিচ্ছে ইসরায়েলিদের

গাজায় হামাসের একটি অবস্থান লক্ষ্য করে গুলিবর্ষণ করছেন ইসরায়েলি সেনারা। ১৬ নভেম্বর, ২০২৩
ছবি: রয়টার্স

রাফা অঞ্চলকে গাজায় হামাসের সর্বশেষ শক্ত ঘাঁটি দাবি করে সেখানে অভিযান জোরদারের প্রক্রিয়ায় আছে ইসরায়েলি বাহিনী। এর মধ্যে রোববার গাজার অন্যান্য এলাকায় ইসরায়েলি বাহিনীর সঙ্গে হামাসের প্রতিরোধযোদ্ধাদের লড়াই হয়েছে। এর মধ্য দিয়ে একটি বার্তা স্পষ্ট হয়েছে যে ভবিষ্যতে দীর্ঘ সময়ের জন্য গাজা উপত্যকায় শক্তিশালী একটি গোষ্ঠী হয়ে টিকে থাকতে পারে হামাস। বিস্তারিত পড়ুন...

সন্তানের অভিভাবকত্ব নেওয়ার গল্প বললেন পরীমনি

এ ছবিটি ফেসবুকে শেয়ার করেছেন পরীমনি

চিত্রনায়িকা পরীমনির পুত্রসন্তান পুণ্য। এবার কন্যাসন্তানের অভিভাবকত্ব নিয়েছেন ঢাকাই ছবির এই অভিনেত্রী। ৩ মে রাতে প্রিয়মের জন্ম হয়েছে। জন্মের ঘণ্টা দুয়েক পর চিকিৎসকের হাত থেকে সরাসরি পরীমনির কোলে আসে বাচ্চাটি। বিস্তারিত পড়ুন...

বাংলাদেশ থেকে আরও পড়ুন