বাংলাদেশের সঙ্গে সম্পর্ক বাড়াতে আগ্রহী বিশ্বব্যাংক: পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদের সঙ্গে বাংলাদেশ ও ভুটানে বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর আব্দুলায়ে সেকে বৈঠক করেনছবি: ইউএনবি

পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, বিশ্বব্যাংক বিদ্যমান সম্পর্ক জোরদার ও সম্প্রসারণের মাধ্যমে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক বাড়াতে আগ্রহী।

তিনি আরও বলেন, বিশ্বব্যাংক রোহিঙ্গা ও তাদের আশ্রয় দেওয়া স্থানীয় জনগোষ্ঠীর জন্য ৭০০ মিলিয়ন মার্কিন ডলার সহজ শর্তে ঋণ দিতে আগ্রহ প্রকাশ করেছে।

বাংলাদেশ ও ভুটানে বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর আব্দুলায়ে সেকের সঙ্গে বৈঠকের পর পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন।

হাছান মাহমুদ বলেন, ৭০০ মিলিয়ন মার্কিন ডলারের মধ্যে বৈশ্বিক ঋণদাতা সংস্থাটি রোহিঙ্গাদের জন্য ৩১৫ মিলিয়ন মার্কিন ডলার এবং বৃহত্তর স্থানীয় জনগোষ্ঠীর জন্য ৩৮৫ মিলিয়ন মার্কিন ডলার সহজ শর্তে ঋণ দেবে।

এ সময় পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিশ্বব্যাংক এখন বাংলাদেশে ৫৬টি প্রকল্পে ১৫ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করেছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ে সৌজন্য সাক্ষাৎকালে আব্দুলায়ে সেক বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ পাওয়ায় হাছান মাহমুদকে অভিনন্দন জানান। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের আর্থ-সামাজিক অগ্রগতির কথাও উল্লেখ করেন।

পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের মানুষের জীবনমান উন্নয়নে বিশেষ করে পরিবেশ ও স্বাস্থ্য খাতে সহায়তার জন্য বিশ্বব্যাংকের প্রতি অনুরোধ জানান। এ ছাড়া রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছায় ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের সঙ্গে সম্পৃক্ত হতে বিশ্বব্যাংকের প্রতি অনুরোধ জানান পররাষ্ট্রমন্ত্রী।