উড়োজাহাজের আসনের নিচ থেকে সাড়ে চার কেজি সোনার গয়না জব্দ

শারজাহ থেকে আসা উড়োজাহাজেরআসনের নিচ থেকে পরিত্যক্ত অবস্থায় সোনার গয়নাগুলো উদ্ধার করা হয়, ১৩ জানুয়ারি, ২০২৪, শাহ আমানত বিমানবন্দরছবি: শুল্ক বিভাগের সৌজন্যে

চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে সংযুক্ত আরব আমিরাত থেকে আসা বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজের আসনের নিচ থেকে সাড়ে চার কেজি সোনা জব্দ করা হয়েছে। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা-এনএসআই, কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তাদের সমন্বয়ে এক যৌথ অভিযানে সোনাগুলো উদ্ধার করা হয়।

কাস্টমস গোয়েন্দা বিভাগ জানায়, আজ শনিবার সকাল ৮টা ৪০ মিনিটের দিকে আরব আমিরাতের শারজাহ থেকে বাংলাদেশ বিমানের বিজি-১৫২ ফ্লাইট শাহ আমানত বিমানবন্দরে অবতরণ করে। গোপন সংবাদের ভিত্তিতে এনএসআই, কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা উড়োজাহাজটিতে অভিযান চালান। তাঁরা উড়োজাহাজের চারটি আসনের নিচ থেকে চারটি প্যাকেট উদ্ধার করেন। প্যাকেটগুলো আসনের নিচে লাইফ জ্যাকেটের সঙ্গে লুকিয়ে রাখা ছিল।

কর্মকর্তারা বলেন, ওই চারটি প্যাকেট খুলে ৬৯টি চুড়ি, ১১টি চেইন, ২টি লকেট ও ৩টি আংটি পাওয়া যায়। এসব সোনার ওজন চার কেজি ৫০০ গ্রাম বা ৩৮৫ দশমিক ৯৩ ভরি। ২৪ ক্যারেটের এসব সোনার বাজারমূল্য ৩ কোটি ৮৫ লাখ টাকা।

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের যুগ্ম পরিচালক মো. সাইফুর রহমান প্রথম আলোকে বলেন, যেসব আসনের নিচ থেকে এসব সোনা উদ্ধার করা হয়েছে, সেগুলোতে কোনো যাত্রী ছিল না। পরিত্যক্ত অবস্থায় সোনা উদ্ধারের এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।