দারুস সালামে বাসের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

সড়ক দুর্ঘটনাপ্রতীকী ছবি

রাজধানীর দারুস সালামে রাস্তা পারাপারের সময় যাত্রীবাহী বাসের ধাক্কায় মোহাম্মদ কাজী ইউসুফ (৭৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। সোমবার বিকেল সাড়ে চারটার দিকে দারুস সালামের খালেক পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির ছেলে মনির হোসেন প্রথম আলোকে বলেন, তাঁর বাবা দারুস সালামের ভাড়া বাসা থেকে হেঁটে কল্যাণপুরের দিকে যাচ্ছিলেন। রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি বাস তাঁকে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন।

পরে আহত অবস্থায় কাজী ইউসুফকে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে রাত পৌনে নয়টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহ মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে। কাজী ইউসুফের বাড়ি মাদারীপুর সদর উপজেলার চকগ্রামে। তিনি পরিবারের সঙ্গে দারুস সালামে ভাড়া বাসায় থাকতেন।