হাইকোর্ট বিভাগেও সংস্কার প্রয়োজন: অ্যাটর্নি জেনারেল
হাইকোর্ট বিভাগেও সংস্কার প্রয়োজন বলে মনে করেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা মো. আসাদুজ্জামান। এক প্রশ্নের জবাবে আজ রোববার বিকেলে নিজ কার্যালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
হাইকোর্ট বিভাগে সংস্কার প্রয়োজন মনে করেন কি না, এমন প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেন, ‘অবশ্যই মনে করি। কারণ, যে প্রক্রিয়ায় ছিল, সে কারণে জনরোষ তৈরি হয়েছে কোর্টের ওপর।... তাহলে হাইকোর্ট বিভাগে কেন হবে না? সব জায়গায় সংস্কার প্রয়োজন।’
অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেন, ‘ইতিমধ্যে সংকট কিছুটা কেটেছে মনে হয়। মানুষের আস্থার জায়গা সুপ্রিম কোর্টকে অতি দ্রুত চালু করার জন্য সরকার দ্রুত পদক্ষেপ নিয়েছে। ছাত্র-আন্দোলনের কারণে তাদের দাবির মুখে সুপ্রিম কোর্টে সংস্কারের একটা উদ্যোগ সরকার গ্রহণ করেছে। ইতিমধ্যে প্রধান বিচারপতি নিয়োগ দেওয়া হয়েছে। আশা করি, প্রধান বিচারপতি অতি দ্রুত বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার এই জায়গাটিকে উন্নত করবেন।’
বিচারাঙ্গনে অনিয়ম নিয়ে প্রশ্নের জবাবে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা মো. আসাদুজ্জামান বলেন, ‘বাংলাদেশের দ্বিতীয় মুক্তিযুদ্ধের চেতনাই সব অনিয়ম, অবিচার ও অনাচারের বিরুদ্ধে। এসবের বিরুদ্ধে জনগণ রুখে দাড়িয়েছে, জাগ্রত হয়েছে। আশা করি, এই দেশ, এই সরকার, এই বিচার বিভাগ বাংলাদেশের মানুষের সেই আশার আলোয় প্রভাবিত হয়ে মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য সামনের দিকে এগিয়ে যাবে।’
ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পদত্যাগের পর গত বুধবার ব্যক্তিগত কারণ উল্লেখ করে রাষ্ট্রপতি বরাবর অব্যাহতিপত্র দেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। এরপর পদটি শূন্য হয়। পরদিন বৃহস্পতিবার নতুন অ্যাটর্নি জেনারেল হিসেবে মো. আসাদুজ্জামানকে নিয়োগ দেওয়া হয়।