সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ ও তাঁর স্ত্রীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা
সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ ও তাঁর স্ত্রী দিলশাদ নাহার কাকলির বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন আজ বৃহস্পতিবার এ আদেশ দেন। প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) পাবলিক প্রসিকিউটর (পিপি) মাহমুদ হোসেন জাহাঙ্গীর।
আদালতসংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, আজিজ আহমেদ ও তাঁর স্ত্রীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন দুদকের উপপরিচালক মো. জাকারিয়া।
আবেদনে লিখিতভাবে আদালতকে বলা হয়, আজিজ আহমেদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, বিবিধ অনিয়ম-দুর্নীতির মাধ্যমে নিজ নামে ও তাঁর পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান করছে দুদক।
দুদকের পক্ষ থেকে আদালতে আরও বলা হয়, আজিজ আহমেদের বিরুদ্ধে বিভিন্ন ব্যাংক ও হুন্ডির মাধ্যমে বিদেশে অর্থ পাচার করে মালয়েশিয়া, সিঙ্গাপুর ও দুবাইতে ব্যবসা পরিচালনাসহ বাড়ি কেনার অভিযোগ অনুসন্ধান করছে সংস্থাটি। অনুসন্ধানকালে অভিযোগের বিষয়ে রেকর্ডপত্র সংগ্রহ কার্যক্রম চলমান রয়েছে। অনুসন্ধানকালে বিশ্বস্ত সূত্রে জানা গেছে, আজিজ আহমেদ ও তাঁর স্ত্রী দেশত্যাগের চেষ্টা করছেন। এ জন্য তাঁদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা চায় দুদক।