লিবিয়া থেকে ফিরলেন আরও ১৪০ বাংলাদেশি

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর
ফাইল ছবি

লিবিয়া থেকে আরও ১৪০ বাংলাদেশি দেশে ফিরেছেন। তাঁদের মধ্যে ১১৩ জন লিবিয়ার দারনা শহরে বন্যায় ক্ষতিগ্রস্ত এবং ২৭ জন বেনগাজির গানফুদা বন্দিশালায় আটক ছিলেন।

বৃহস্পতিবার লিবিয়ার রাজধানী ত্রিপোলির বাংলাদেশ দূতাবাস ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতায় বুরাক এয়ারের একটি ফ্লাইটে সকাল সাড়ে ৬টায় দেশে ফেরেন তাঁরা।

লিবিয়ার পূর্বাঞ্চলে ঘূর্ণিঝড় ড্যানিয়েল ও বন্যার কারণে ক্ষতিগ্রস্ত প্রবাসী বাংলাদেশিদের সহযোগিতার জন্য দূতাবাসের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়। দারনা শহরে বন্যাকবলিত প্রবাসীদের পাসপোর্টসহ বৈধ কাগজপত্র নষ্ট হয়ে যাওয়ায় তাঁদের দেশে প্রত্যাবাসনে কিছুটা বিলম্ব হয়।

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পররাষ্ট্র মন্ত্রণালয় ও আইওএমের কর্মকর্তারা দেশে ফেরা বাংলাদেশিদের অভ্যর্থনা জানান। এ সময় আইওএমের পক্ষ থেকে তাঁদের প্রত্যেককে ৫ হাজার ৯১৯ টাকা এবং কিছু খাবার দেওয়া হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক (কল্যাণ) মোস্তফা জামিল খান বিমানবন্দরে ফিরে আসা অভিবাসীদের সঙ্গে কথা বলেন। তিনি বেনগাজির গানফুদা বন্দিশালায় আটক অভিবাসীদের বাড়ি ফিরে যাওয়ার পর লিবিয়াতে তাঁদের ভয়ংকর অভিজ্ঞতার কথা প্রতিবেশী ও আত্মীয়–পরিজনদের সঙ্গে আলোচনা করার পরামর্শ দেন।

উল্লেখ্য, চলতি বছরের জুলাই থেকে বৃহস্পতিবার পর্যন্ত ত্রিপোলি ও বেনগাজির বন্দিশালায় আটকসহ বিপদগ্রস্ত মোট ৯৭৫ জন বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়েছে।