হাওরে গরু খুঁজতে বের হয়েছিলেন, দুদিন পর যুবকের লাশ উদ্ধার

লাশপ্রতীকী ছবি

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় নিখোঁজের দুই দিন পর হাকালুকি হাওর থেকে লোকমান মিয়া (৩৮) নামের এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। আজ রোববার দুপুরে উপজেলার ভূকশিমইল ইউনিয়নের হাওরে লাশটি পাওয়া যায়।

নিহত লোকমান কুলাউড়ার বরমচাল ইউনিয়নের রফিনগর গ্রামের আবদুল লতিফের ছেলে।

স্বজনদের থেকে জানা গেছে, গত বৃহস্পতিবার বিকেলে লোকমানের চাচা আবদুল খালেকের একটি গরু রফিনগর হাওর থেকে হারিয়ে যায়। গরুটি খুঁজে না পেয়ে পরদিন শুক্রবার সকালে লোকমানসহ পরিবারের কয়েকজন সদস্য গরু খুঁজতে বের হন। অন্যরা বাড়ি ফিরে এলেও লোকমান আর ফেরেননি। পরে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান মেলেনি। এ ঘটনায় তাঁর স্ত্রী রাহেলা বেগম গতকাল শনিবার বিকেলে কুলাউড়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

লোকমানের চাচাতো ভাই সোয়েব আহমদ বলেন, আজ দুপুর ১২টার দিকে স্থানীয় লোকজন ভূকশিমইল ইউনিয়নের হাকালুকি হাওরে একটি লাশ ভাসতে দেখেন। পরে পরিবারের সদস্যরা গিয়ে লাশটি লোকমানের বলে শনাক্ত করেন। খবর পেয়ে বিষয়টি পুলিশকে জানানো হয়।

কুলাউড়া থানার উপপরিদর্শক (এসআই) আমির হোসেন প্রথম আলোকে বলেন, নিখোঁজ লোকমানের লাশ পাওয়া গেছে বলে স্বজনেরা জানিয়েছেন। তাঁরা ঘটনাস্থলে যাচ্ছেন। লাশ উদ্ধারের পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।