চট্টগ্রামে নৌকার প্রার্থীর বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থীর ক্যাম্প পোড়ানোর অভিযোগ

আগুনে কেটলি প্রতীকের প্রার্থী জিয়াউল হকের নির্বাচনী কার্যালয়ের কাপড় পুড়ে যায়। চট্টগ্রাম, ২৭ ডিসেম্বরছবি: সৌরভ দাশ

চট্টগ্রাম-১১ (বন্দর–পতেঙ্গা) আসনের স্বতন্ত্র প্রার্থী জিয়াউল হকের নির্বাচনী কার্যালয় আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। আজ বুধবার ভোর রাত চারটার দিকে ইপিজেড এলাকায় আওয়ামী লীগের এই স্বতন্ত্র প্রার্থীর কার্যালয়ে এ ঘটনা ঘটে। আগুন লাগানোর ঘটনায় নৌকা প্রতীকের প্রার্থী এম এ লতিফকে দায়ী করেছেন জিয়াউল হক।

জিয়াউল হক চট্টগ্রাম-১১ আসনে কেটলি প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন। তিনি প্রথম আলোকে বলেন, ‘আমি কোনোভাবেই সংঘাত-সহিংসতার পক্ষে নই। মানুষের ভালোবাসাকে পুঁজি করে প্রার্থী হয়েছি। যেখানেই যাচ্ছি, নেতা–কর্মীদের একটা কথা বলি, মার দিলে মার খেতে। মারামারি ও অগ্নিসন্ত্রাস থেকে দূরে থাকতে। কিন্তু আমার ক্যাম্প আগুন দিয়ে পুড়িয়ে দিল। এ ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি।’

ভোর চারটায় এ ঘটনা ঘটলেও পুলিশকে জানানো হয়েছে আজ দুপুর ১২টায়। এরপর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

গতকাল মঙ্গলবার বিকেলে এম এ লতিফের পক্ষ থেকে নৌকার ব্যানার ও পোস্টার ছিঁড়ে ফেলার একটি লিখিত অভিযোগ দেওয়া হয় নির্বাচনের অনুসন্ধান কমিটিকে। কেটলি প্রতীকের সমর্থকদের বিরুদ্ধে অভিযোগটি করা হয়েছিল। বিষয়টি পুলিশকেও অবহিত করা হয়েছিল। অভিযোগের ১২ ঘণ্টার মধ্যে একই এলাকায় কেটলির ক্যাম্পে আগুন দেওয়ার অভিযোগ করেন জিয়াউল হক।

জানতে চাইলে ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হোসেন প্রথম আলোকে বলেন, ‘কেটলির অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশ গেছে। কিছু পোস্টার ও কাপড় পোড়া দেখা গেছে। এখনো আমাদের লিখিত কোনো অভিযোগ দেয়নি। এর আগে একই এলাকায় নৌকার পোস্টার–ব্যানার ছেঁড়ার অভিযোগ করেছিলেন এম এ লতিফ। এখন পুলিশ সতর্কাবস্থায় রয়েছে।’

সরেজমিনে দেখা যায়, আগুনে নির্মীয়মান কার্যালয়টির দুদিকে সামান্য কাপড় পুড়েছে। এ ছাড়া কয়েকটি পোস্টার–ব্যানার পুড়েছে।

অভিযোগ সম্পর্কে জানতে চাইলে এম এ লতিফের সমর্থনকারী ও চট্টগ্রাম–১১ আসনে যুবলীগের সমন্বয়কারী দেবাশীষ পাল প্রথম আলোকে বলেন, ক্যাম্প পুড়িয়ে দেওয়ার মতো কোনো ঘটনা ঘটেনি। তারা পোস্টার ছিঁড়ে ফেলেছে, এটা নিয়ে অভিযোগ দেওয়া হয়েছে। ওটা চাপা দিতে নিজেরা ক্যাম্প পুড়িয়ে অভিযোগ দিলে কিছু করার নেই।