নিরাপদ এইচভিএসিআর মেলার পৃষ্ঠপোষক হিসেবে ট্রাইটেকের অংশগ্রহণ

মেলায় ট্রাইটেকের স্টলে দর্শনার্থীদের ভিড়
ছবি: সংগৃহীত

‘সেফ এইচভিএসিআর ফেয়ারে’ স্পনসর এক্সিবিটর হিসেবে অংশগ্রহণ করেছে বাংলাদেশের বৃহত্তম এইচভিএসিআর প্রোভাইডার ট্রাইটেক। সম্প্রতি রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) এ মেলার আয়োজন করা হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মেলায় ট্রাইটেক তাদের বিভিন্ন এইচভিএসিআর সল্যুশন উপস্থাপনা করে দর্শনার্থীদের জনপ্রিয়তা অর্জন করে। বিভিন্ন ধরনের ভিআরএফ সল্যুশন, অয়েল ফ্রি ম্যাগনেটিক বিয়ারিং কম্প্রেশার এবং ফেব্রিকএয়ার ডামি ব্লোয়ার দর্শনার্থীদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে ছিল। এ ছাড়া স্টলের আকর্ষণীয় নকশা ও ব্র্যান্ড পজিশনিংয়ের কারণে ট্রাইটেকের স্টলে দর্শনার্থীদের প্রচুর ভিড় ছিল।

ট্রাইটেক বাংলাদেশের একটি আইএসও সার্টিফায়েড কোম্পানি। এইচভিএসিআর বিষয়ে ২০ বছরের বেশি সময়ের অভিজ্ঞতা আছে ট্রাইটেকের। বৃহৎ শিল্পপ্রতিষ্ঠানের এইচভিএসিআর ও সেন্ট্রাল এয়ার কন্ডিশনিংয়ের জন্য কোম্পানিটি সুপরিচিত।

ট্রাইটেক ভিআরএফ এসি ও অয়েল ফ্রি ম্যাগনেটিক বিয়ারিং চিলার টেকনোলজি নিয়ে বাংলাদেশে প্রথম কাজ করে। এ ছাড়া বিশ্বের ১০টি বৃহত্তম এইচভিএসিআর ব্র্যান্ড নিয়ে বাংলাদেশে কাজ করে কোম্পানিটি। ব্র্যান্ডগুলো হলো স্মারডট, কাওয়াসাকি, ডাইকিন, ডানহাম বুশ, এলজি, মিডিয়া, ফেব্রিকএয়ার, ফিসএয়ার, ইএক ও এলটা ফ্যানস।