‘এর আগে কখনো কোনো কুইজে অংশ নিইনি। ফেসবুকে ছিলাম, হঠাৎ খুশির রেসিপির একটি পর্বের ভিডিও সামনে আসে। সেটি মনোযোগ দিয়ে দেখি। তারপর কুইজের সঠিক উত্তরটা কমেন্টে লিখি। এরপর যখন প্রথম আলো থেকে ফোন এল, জানলাম যে আমি প্রথম পুরস্কার জিতেছি, ব্যাপারটা আমার কাছে একই সঙ্গে অবাক আর খুশি হওয়ার মতোই। ’
বলছিলেন কুমিল্লা থেকে আসা মো. আবদুল্লাহ। পবিত্র রমজান মাস উপলক্ষে প্রথম আলো ডটকমের সহযোগিতায় চলমান ‘ফ্রেশ মিল্ক অবাক খুশির রেসিপি’ অনুষ্ঠানের কুইজে অংশ নিয়ে প্রথম পুরস্কার হিসেবে একটি স্মার্টফোন জিতেছেন তিনি।
রাজধানীর কারওয়ান বাজারের প্রথম আলো কার্যালয়ে আজ সোমবার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানটির দ্বিতীয় সপ্তাহে প্রচারিত পর্বগুলোর কুইজের সঠিক উত্তরদাতাদের মধ্যে থেকে দৈবচয়নের ভিত্তিতে তিনজন বিজয়ী পুরস্কার হিসেবে পান যথাক্রমে স্মার্টফোন, ইলেকট্রিক ওভেন এবং ইনডাকশন চুলা। বাকি দুজন পান বিশেষ গিফট হ্যাম্পার।
বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন কবি ও প্রথম আলোর নির্বাহী সম্পাদক সাজ্জাদ শরিফ এবং মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের বিক্রয় বিভাগের মহাব্যবস্থাপক মো. আখতারুল আলম শাহ। এ সময় উপস্থিত ছিলেন মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের সহকারী মহাব্যবস্থাপক (ব্র্যান্ড) মো. মাহবুবুর রহমান, ব্যবস্থাপক (ব্র্যান্ড) ওয়ালিউল হক এবং প্রথম আলোর চিফ ডিজিটাল বিজনেস অফিসার জাবেদ সুলতান, ডিজিটাল মার্কেটিং লিড মেহবুব জাবেদ, সিনিয়র ম্যানেজার রুহুল আমিন প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রথম আলোর ডিজিটাল কনটেন্ট ম্যানেজার খায়রুল বাবুই।
বিজয়ীদের অভিনন্দন জানিয়ে সাজ্জাদ শরিফ বলেন, ‘মানুষ একক ব্যক্তিসত্তা। আর একক ব্যক্তিরা যখন পরস্পর যুক্ত হন, সেটাকে বলা হয় মানবসমাজ। সুতরাং সম্পৃক্ততা মানবসমাজের গুরুত্বপূর্ণ একটি অংশ। প্রথম আলো সব সময় পাঠকদের সম্পৃক্ত করার জন্য এ ধরনের ভিন্নধর্মী উদ্যোগ নিয়ে থাকে। ফ্রেশকে ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। বিজয়ীদের জন্য শুভকামনা। ’
মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের বিক্রয় বিভাগের মহাব্যবস্থাপক মো. আখতারুল আলম শাহ বলেন, ‘এ ধরনের অনুষ্ঠানের মূল শক্তি হচ্ছে দর্শক। কোনো আয়োজনে দর্শক যখন স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন, তখনই আয়োজনটি সফল হয়। আর ফ্রেশ মিল্ক পাউডারের রেসিপি অনুষ্ঠান দ্বারা আমরা মানুষকে জানাতে চেয়েছি যে এটি একটি ভালো মানের মিল্ক পাউডার। চাইলে আপনারাও এটি দিয়ে রেসিপি তৈরি করতে পারেন। আশা করি, প্রথম আলোর সঙ্গে আমাদের এ পথচলা অব্যাহত থাকবে। ’
প্রথম আলোর চিফ ডিজিটাল বিজনেস অফিসার জাবেদ সুলতান বলেন, ‘আমাদের এ আয়োজনটির লক্ষ্য হচ্ছে, রমজান ও ঈদে নতুন কিছু দুগ্ধজাত স্বাস্থ্যকর রেসিপি সম্পর্কে সবাইকে জানানো। সেই সঙ্গে প্রিয় তারকাদের উপস্থিতি পাঠক–দর্শকের জন্য বাড়তি পাওনা হিসেবে কাজ করে বলে আমাদের বিশ্বাস। ’
দ্বিতীয় পুরস্কার ইলেকট্রিক ওভেন এবং তৃতীয় পুরস্কার ইনডাকশন চুলা জিতেছেন যথাক্রমে কুমিল্লার নাজমীন আক্তার ও ঢাকার আহমাদ স্বাধীন। বিশেষ গিফট হ্যাম্পার বিজয়ী দুজন হলেন ঢাকার আফরোজা সুলতানা ও মো. নাঈম হোসেন।
বিশেষ পুরস্কারজয়ী আফরোজা সুলতানা বলেন, ‘আমার বন্ধুরা এ অনুষ্ঠানের কুইজে অংশগ্রহণ করার জন্য আমাকে বলে। তাই পুরস্কার পাওয়ায় বন্ধুরা অভিনন্দন জানিয়েছে। আমি আনন্দিত ও কৃতজ্ঞ প্রথম আলো ও ফ্রেশ মিল্কের প্রতি।’
অন্য বিজয়ীরাও নিজেদের অনুভূতি জানানোর পাশাপাশি এ রকম দর্শকসম্পৃক্ত আয়োজনের জন্য প্রথম আলো ও ফ্রেশ ব্র্যান্ডকে ধন্যবাদ জানান।
উল্লেখ্য, ‘ফ্রেশ মিল্ক অবাক খুশির রেসিপি’ অনুষ্ঠানটি রমজান মাসের প্রথম দিন থেকে প্রতিদিন বিকেল চারটা থেকে প্রচারিত হচ্ছে প্রথম আলো ডটকম, প্রথম আলো, ফ্রেশ মিল্ক পাউডারের ফেসবুক পেজসহ দেশের প্রথম সারির আটটি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলে। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন অভিনেত্রী ও মডেল মাসুমা রহমান নাবিলা। তাঁর সঙ্গে বিভিন্ন পর্বে অতিথি হিসেবে থাকেন অভিনয়শিল্পী নুসরাত ইমরোজ তিশা, তাসনিয়া ফারিণ, তানজিন তিশা, সালহা খানম নাদিয়া, সংগীতশিল্পী প্রীতম হাসান ও চিত্রনায়ক নিরব হোসেন। আয়োজনটির সহযোগী এজেন্সি হিসেবে রয়েছে এনেক্স কমিউনিকেশন।
প্রতিটি পর্বে একটি রেসিপি দেখানো হয়, যেগুলোয় ব্যবহার করা হয় ফ্রেশ ইনস্ট্যান্ট ফুল ক্রিম মিল্ক পাউডার। অনুষ্ঠানটিতে ভিন্ন মাত্রা যোগ করার জন্য রাখা হয়েছে দর্শকের অংশগ্রহণ। প্রতিটি পর্বের শেষে রয়েছে একটি কুইজ।