চট্টগ্রামে জমে থাকা গ্যাস থেকে বিস্ফোরণে স্বামীর মৃত্যু, দগ্ধ স্ত্রী

আগুন
প্রতীকী ছবি

চট্টগ্রাম নগরের দক্ষিণ মধ্যম হালিশহর এলাকায় একটি ফ্ল্যাটে জমে থাকা গ্যাস থেকে বিস্ফোরণের ঘটনায় একজন মারা গেছেন, দগ্ধ হয়েছেন তাঁর স্ত্রী।

গতকাল রোববার দিবাগত রাত দেড়টার দিকে হালিশহরের ধুপপুল তৈয়াবিয়া মাদ্রাসা এলাকায় চারতলা ভবনের চতুর্থ তলার ওই ফ্ল্যাটে বিস্ফোরণের এ ঘটনা ঘটে। এতে নিহত ব্যক্তির নাম আবদুল খালেক (৬৫)।

তাঁর স্ত্রী আনোয়ারা বেগম (৬০) চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে চিকিৎসাধীন। তাঁর অবস্থাও আশঙ্কাজনক।

বন্দর ফায়ার স্টেশনের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা শামীম মিয়া বলেন, ওই ফ্ল্যাট থেকে একজনকে মৃত এবং অন্য একজনকে দগ্ধ অবস্থায় উদ্ধার করা হয়েছে।

বন্দর থানার উপপরিদর্শক আবদুল্লাহ আল-নোমান প্রথম আলোকে বলেন, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, সংযোগে লিকেজ থাকায় গ্যাস বের হয়ে ঘরে জমে ছিল। পরে কোনো কারণে আগুন জ্বালাতে গেলে বিস্ফোরণ ঘটে। তদন্তের পরে প্রকৃত কারণ জানা যাবে।