বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজিতে (বিইউবিটি) অনুষ্ঠিত হয়েছে প্রোগ্রামিং সমস্যা সমাধানের মাধ্যমে দক্ষতা বৃদ্ধি শীর্ষক ক্যাম্প ও সেমিনার। গত রোববার থেকে বুধবার পর্যন্ত চারদিনের এ সেমিনার অনুষ্ঠিত হয়।
সমাপনী দিনের সেমিনারে প্রধান বক্তা ছিলেন চীনের ফুদান ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক ইয়াংহুই য়ু। বিইউবিটি সিএসই বিভাগ আয়োজিত এ সেমিনারে আরও উপস্থিত ছিলেন দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকেরা।
সেমিনারে স্বাগত বক্তা ছিলেন বিইউবিটির উপ-উপাচার্য আলী নূর। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য সাজ্জাদ হোসাইন। আর সমাপনী বক্তা ছিলেন বিইউবিটির উপাচার্য মোহাম্মদ ফৈয়াজ খান।
সেমিনারে আরও উপস্থিত ছিলেন বিইউবিটির আইকিউএসির পরিচালক শান্তি নারায়ণ ঘোষ, সিএসই বিভাগের চেয়ারম্যান সাইফুর রহমান প্রমুখ।