‘জিপিএইচ মহারাজ দরবারে’ ৩৮ জনকে সম্মাননা

জিপিএইচ ইস্পাত লিমিটেড, প্রতিষ্ঠানটির চ্যানেল পার্টনারদের ২০২৪ সালের সেরা পারফরম্যান্সের ওপর সম্মাননা প্রদানের আয়োজন করেছে ‘জিপিএইচ মহারাজ দরবার ২০২৪’ছবি: জিপিএইচ ইস্পাতের সৌজন্যে

চ্যানেল পার্টনারদের সম্মাননা দিতে গত শনিবার অনুষ্ঠিত হলো ‘জিপিএইচ মহারাজ দরবার ২০২৪’-এর মূল পর্ব। এই আয়োজনের মাধ্যমে জিপিএইচ ইস্পাত লিমিটেড বিশ্বসেরা কোয়ান্টাম স্টিলের বাজারজাতকরণ, জিপিএইচ কোয়ান্টাম বি৬০০সি-আর ও বি৬০০ডি-আর-এর বাজার সম্প্রসারণ, বছরব্যাপী বিক্রয়ের ধারাবাহিক সাফল্য ধরে রাখা ইত্যাদি ক্যাটাগরিতে ২০২৪ সালের সেরা পারফরম্যান্সের ভিত্তিতে চ্যানেল পার্টনারদের সম্মাননা দেওয়া হয়।

জিপিএইচের ১৮৫ জন চ্যানেল পার্টনার এবারের আয়োজনে অংশ নেন। তাঁদের মধ্যে থেকে সেরা ১০ জনকে ‘মহারাজ’ এবং পরবর্তী সেরা ১০ জনকে ‘মহাবীর’ সম্মাননা দেওয়া হয়। এ ছাড়া প্রথমবারের মতো বিভাগীয় পর্যায়ে ১৮ জন চ্যানেল পার্টনারকে ‘বীর প্রতাপ’ উপাধিতে সম্মানিত করা হয়।

এবারের মহারাজ দরবারের সেরা ১০ জন মহারাজ হলেন মাহাবুবুর রহমান (হ্নীলা, টেকনাফ, চট্টগ্রাম); মো. সিরাজুর রহমান (বায়েজিদ বোস্তামী, চট্টগ্রাম); মো. জাকির হোসেন (ঢাকা ক্যান্টনমেন্ট, ঢাকা); মো. জাকারুল হক (আশুলিয়া, সাভার, ঢাকা); মো. আশরাফ আলী (ভাটারা, ঢাকা); রাকিব আহমেদ চৌধুরী (রাজাখালী, চট্টগ্রাম); শম্ভু দাস (কেরানীগঞ্জ, ঢাকা); মো. কামাল হোসেন (তুরাগ, উত্তরা, ঢাকা); মো. আজিজুল হক (সিমেন্ট ক্রসিং, চট্টগ্রাম); ও মো. মিজানুর রহমান (সাভার, ঢাকা)।

পরবর্তী সেরা ১০ জন মহাবীর হলেন মো. রাসেদুল ইসলাম (বড়গোলা, বগুড়া); মো. মুজতাবা হাশেমী (কাদিরগঞ্জ, রাজশাহী); ধর্মেন্দ্র ঘোষ (সেনপাড়া রোড, রংপুর); মো. শফিক উল্লাহ (বড় বাজার, ময়মনসিংহ); মো. আমিনুর রহমান (মোহাম্মদপুর, ঢাকা); হাজি আবদুল ছাত্তার ভূঁইয়া (ভেলানগর, নরসিংদী); আবুল হোসেন মোল্লা ও আবদুর রউফ মোল্লা (দোহার, ঢাকা); মো. রফিকুল আলম (সদর, জয়পুরহাট); মো. মোশারফ হোসাইন (স্ট্যান্ড রোড, চাঁদপুর) ও মোহাম্মদ রাসেল উদ্দীন (হাটহাজারী পৌরসভা, চট্টগ্রাম)।

এ ছাড়া চ্যানেল পার্টনারদের সন্তানদের জিপিএ-৫ সম্মাননা এবং তাঁদের মায়েদের ‘কৃতী মা’ সম্মাননা দেওয়া হয়। দুই দিনব্যাপী এই আয়োজনে ছিল চ্যানেল পার্টনার এবং তাঁদের পরিবারের সদস্যদের অংশগ্রহণে বিভিন্ন গেম শো ও সাংস্কৃতিক অনুষ্ঠান।