নির্বাচন পর্যবেক্ষণে সাত সদস্যের প্রতিনিধিদল পাঠাবে ইইউ: পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন নিজ দপ্তরে সংবাদ সম্মেলনে বক্তব্য দেন। ঢাকা, ২২ অক্টোবর
ছবি: প্রথম আলো

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, জাতীয় নির্বাচন পর্যবেক্ষণে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে সাত সদস্যের একটি প্রতিনিধিদল আসবে। বাংলাদেশ সরকার তাদের খরচ বহন করবে না। তবে বাংলাদেশে অবস্থানকালে তাদের লজিস্টিক সাপোর্ট (কারিগরি সহযোগিতা) দেওয়া হবে।

পররাষ্ট্রমন্ত্রী আজ রোববার নিজ দপ্তরে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের উত্তরে এ কথা জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্রাসেলস সফর উপলক্ষে পররাষ্ট্র মন্ত্রণালয় ওই সংবাদ সম্মেলনের আয়োজন করে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ইইউ বলেছে তারা বড় দল পাঠাবে না, তাদের বাজেটে সমস্যা। সব দেশে এখন বাজেটে সমস্যা। এ জন্য তারা সাতজনের একটি প্রতিনিধিদল পাঠাবে। এদের জন্য কোনো পয়সা লাগবে না। আমরা অর্থ দিয়ে আনব না। তবে এখানে এলে পরে যেসব খরচ, সেটা দেওয়া হবে।’ তিনি আরও বলেন, তারা (প্রতিনিধিদল) বিভিন্ন জেলায় যাবে, তার জন্য তাদের খাওয়াদাওয়া, এসব খরচ দেওয়া হবে।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছিল, চার সদস্যের একটি পর্যবেক্ষক দল পাঠাবে ইইউ। এ বিষয়ে ইইউ ব্রাসেলসে বাংলাদেশের রাষ্ট্রদূতকে চিঠি দিয়েছে।